নিজস্ব প্রতিবেদক
করোনা ভাইরাসের (কোভিড-১৯) প্রাদুর্ভাব ঠেকাতে জনসমাগম কমাতে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান, সিনেমা হল বন্ধ ঘোষণা করেছে সরকার। এরই ধারাবাহিকতায় বাংলাদেশের সবচেয়ে বড় মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোন (জিপি) এবার তার দুই হাজার ৩০০ কর্মীকে বাড়িতে থেকে অফিসের কাজ করার নির্দেশ দিয়েছে।
সোমবার (১৬ মার্চ) টেলিকম কোম্পানিটি এই সিদ্ধান্তের কথা জানায়।
জিপির হেড অব এক্সটার্নাল কমিউনিকেশন কর্মকর্তা মুহাম্মদ হাসান জানান, গ্রামীণফোন কর্মীদের বাসা থেকেই কাজ করতে বলা হয়েছে। করোনা ভাইরাস সতর্কতায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
আরও পড়ুন : একাদশ সংসদ নির্বাচন নিয়ে ইসি মাহবুবের বিস্ফোরক মন্তব্য
তিনি আরও জানান, যেসব ক্ষেত্রে গ্রাহককে সরাসরি জরুরি সেবা দিতে হবে, সেখানে কর্মীরা বিশেষভাবে কাজ করবেন। এক্ষেত্রেও সম্ভাব্য সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করে তারপর তাদেরকে সেবা দিতে বলা হয়েছে।
ওডি/টিএএফ
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সহযোগী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড