• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণে বৈঠক বসবে প্রতি রবিবার

  নিজস্ব প্রতিবেদক

১৪ মার্চ ২০২০, ১৪:০০
জাফর উদ্দীন
ছবি : সংগৃহীত

আমদানি পর্যায়ের মূল্য, দেশীয় বাজার এবং খুচরা পর্যায়ে পণ্যের দাম যাচাই করতে সপ্তাহের প্রতি রবিবার বাণিজ্য মন্ত্রণালয় বৈঠকে বসবে।

শনিবার (১৪ মার্চ) রাজধানীর কারওয়ান বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সম্মেলন কক্ষে বিশ্ব ভোক্তা অধিকার দিবস-২০২০ উপলক্ষে সংবাদ সম্মেলনে এ কথা জানান বাণিজ্য সচিব ড. মো. জাফর উদ্দীন।

তিনি বলেন, আমদানি, পাইকারি ও খুচরা পর্যায়ে নিত্যপণ্যের মূল্য যেন খুব বেশি পার্থক্য না থাকে সেটা জোরালোভাবে মনিটর করবে সরকার। এ জন্য আমদানি পর্যায়ের মূল্য, দেশীয় বাজার এবং খুচরা পর্যায়ে পণ্যের দাম যাচাই করতে প্রতি রবিবার বাণিজ্য মন্ত্রণালয় বৈঠকে বসবে। যেখানে ভোক্তা অধিকারসহ নানা খাত সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত থাকবেন।

আরও পড়ুন : হোম কোয়ারেন্টাইনে পাঠানো হচ্ছে এমিরেটসে আসা ১৪২ প্রবাসীকে!

এ মনিটরিং সারাবছর চালানো হবে জানিয়ে বাণিজ্য সচিব আরও বলেন, আট সদস্যের একটি কমিটি থাকবে সেখানে। আমদানি ও উৎপাদন, পাইকারি ও খুচরা পর্যায়ে পণ্যের দাম যাচাই-বাছাই করবে এ কমিটি। বাণিজ্য মন্ত্রণালয় অ্যাপসের মাধ্যমে এখন থেকে পণ্যের দাম যাচাই করবে বলেও জানান তিনি।

ওডি/এএস

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড