• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

মেটলাইফের নতুন বীমা ‘মেডিকেয়ার’

  নিজস্ব প্রতিবেদক

১২ মার্চ ২০২০, ১৭:৩৫
মেটলাইফ
মেটলাইফের নতুন বীমা প্রকল্প ‘মেডিকেয়ার’ এর উদ্বোধনী অনুষ্ঠানে কর্মকর্তারা (ছবি : সংগৃহীত)

মেটলাইফ বাংলাদেশ সম্প্রতি উদ্বোধন করল নতুন বীমা প্রকল্প ‘মেডিকেয়ার’। এ প্রকল্প বীমা গ্রহীতাকে হাসপাতালে ভর্তি থাকার সময় খরচ বহন করতে সহায়তা করবে।

বীমাকালীন পুরো মেয়াদ অর্থাৎ ১০-১২ বছরের মধ্যে মোট ৩৬০ দিন হাসপাতালে ভর্তির সময়ে প্রতিদিন সর্বোচ্চ ২০ হাজার টাকার বীমা সুবিধা ‘মেডিকেয়ার’ প্রকল্পের মাধ্যমে পাওয়া যাবে। হাসপাতালে বিনামূল্যে ভর্তি থাকলেও এ আর্থিক সুবিধা পাওয়া যাবে। বীমা গ্রহীতা তার মূল বীমা পলিসির অধীনে প্রয়োজন অনুযায়ী স্বামী ও স্ত্রী বা নির্ভরশীল সন্তানদের জন্য একাধিক ‘মেডিকেয়ার’ পলিসি কিনতে পারবেন। ১৮ থেকে ৫৫ বছর বয়সী যে কোনো মেটলাইফ বীমা গ্রাহক ভবিষ্যতে হাসপাতালের খরচ বহনের জন্য কিনতে পারেন ‘মেডিকেয়ার’।

‘মেডিকেয়ার’ এর উদ্বোধনী অনুষ্ঠানে মেটলাইফ বাংলাদেশের জেনারেল ম্যানেজার সৈয়দ হাম্মাদুল করীম বলেন, চিকিৎসাজনিত সংকটের সময় হাসপাতালের খরচ মেটাতে অনেক সময় ব্যক্তি বা পরিবারকে অর্থ সংকটে পড়তে হয়। আমাদের নতুন বীমা প্রকল্প ‘মেডিকেয়ার’ সেই আর্থিক দুঃসময়ে সহযোগিতা দেবে।

বাংলাদেশের নেতৃস্থানীয় বীমা কোম্পানি মেটলাইফের ১০ লাখেরও বেশি গ্রাহক রয়েছে।

ওডি/এমআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড