• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

আমার মায়ের কাজেরও স্বীকৃতি দিতে পারছি না : অর্থমন্ত্রী

  নিজস্ব প্রতিবেদক

২০ ফেব্রুয়ারি ২০২০, ১৫:৫৫
অর্থমন্ত্রী
অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল (ফাইল ফটো)

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, আমার মা আমাকে জন্ম দিয়েছেন। ছোট থেকে লালন-পালন করে বড় করেছেন। জন্ম নেওয়ার পর থেকে প্রতিটি ক্ষেত্রে মা সহায়তা দিয়েছেন। মৃত্যুর আগ পর্যন্ত আমাকে নানাভাবে অব্যাহত সহায়তা করেছেন। আমার মায়ের কাজেরও স্বীকৃতি দিতে পারছি না।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) রাজধানীর ব্র্যাক সেন্টার ইনে এক সেমিনারে তিনি এ কথা বলেন।

মুস্তফা কামাল বলেন, টাকার অঙ্কে পরিমাপ করা যায়, নারীদের সেসব কাজগুলোকে জিডিপিতে অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেওয়া হবে। আগামী বাজেটে এটার প্রতিফলন থাকবে। আন্তর্জাতিকভাবে যেসব স্বীকৃত পদ্ধতি রয়েছে, সেগুলো মেনে এই হিসাব করতে হবে।

এ ব্যাপারে ব্র্যাকের চেয়ারম্যান ড. হোসেন জিল্লুর রহমানকে একটি সুপারিশমালা তৈরির নির্দেশনা দিয়েছেন অর্থমন্ত্রী।

আরও পড়ুন : গ্রামীণফোনের ১০০ কোটি টাকায় ‘না’ বিটিআরসির

তিনি বলেন, ইসলাম ধর্মে নারীদের সমতা ও ক্ষমতায়নের বিষয়টি স্বীকৃতি দিয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও নারী ক্ষমতায়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। এজন্য নারীর ক্ষমতায়নে পরিবর্তন হতে শুরু করেছে। শিক্ষাক্ষেত্রে, নতুন চাকরি ও সংসদ সদস্য (এমপি) নির্বাচনে নারীরা এগিয়ে যাচ্ছে।

মন্ত্রী বলেন, জাতিসংঘে ভাষণ দেওয়ার সুযোগ হলে নারীদের কাজের স্বীকৃতি নিয়ে সুস্পষ্ট বক্তব্য দেব।

এ সময় উপস্থিত ছিলেন—ব্র্যাকের চেয়ারম্যান ড. হোসেন জিল্লুর রহমান, মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহীন আনাম, ইউএনডিপির দারিদ্র্য বিমোচন বিভাগের সাবেক পরিচালক ড. সেলিম জাহান প্রমুখ।

ওডি/টিএএফ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড