• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

ঢাকা স্টক এক্সচেঞ্জের নতুন স্বতন্ত্র পরিচালক হিসেবে আসছেন যারা

  অর্থ-বাণিজ্য ডেস্ক

১৮ ফেব্রুয়ারি ২০২০, ১৫:২৯
ঢাকা স্টক এক্সচেঞ্জ
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ছবি : সম্পাদিত)

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ১২ জন পরিচালকের মধ্যে ৭ জনই স্বতন্ত্র পরিচালক। গত ১৩ ফেব্রুয়ারি এদের মধ্যে ৫ জনের মেয়াদ শেষ হয়েছে।

তারা হচ্ছেন- অধ্যাপক ড. আবুল হাশেম, সিদ্দিকুর রহমান মিয়া, মনোয়ারা হাকিম আলী, ওয়ালীউল ইসলাম ও ড. এম কায়কোবাদ।

সম্প্রতি ডিএসই তাদের জায়গায় নতুন স্বতন্ত্র পরিচালক বাছাই করতে বিএসইসিতে ১৮ জনের নামের প্রস্তাব পাঠিয়েছে। এর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক ব্যবসায় বিভাগের প্রফেসর ড. খন্দকার বজলুল হক, আইন মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব নাসরিন বেগম, এফবিসিসিআইয়ের পরিচালক সারিতা মিল্লাত, আইসিএবির ফেলো সদস্য সাব্বির আহম্মেদ, আইসিএবির ফেলো সদস্য মোহাম্মদ জাহিদ হোসেন, বুয়েটের ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন বিভাগের প্রফেসর ড. এ কে এম মাসুদ, অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব সালমা নাসরিন, শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সুলতান মাহমুদ, এরো ভিশন বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক অরিক মোরশেদ, বাংলাদেশ ব্যাংকের সাবেক অর্থনৈতিক উপদেষ্টা হাবিবুল্লাহ বাহার, বুয়েটের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর মো. আমীর আলী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের প্রফেসর মো. মাসুদুর রহমান, পুলিশের সাবেক সুপারিন্টেডেন্ট মাহবুব উদ্দিন আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. মো. আসিফ হোসাইন খান, এফবিসিসিআইয়ের সিনিয়র সহসভাপতি মো. মুনতাকিম আশরাফ, টেকনোহ্যাভেন ইনিস্টিটিউশনের প্রতিষ্ঠাতা হাবিবুল্লাহ নিয়ামুল কবীর, অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সাবেক সিনিয়র সচিব মো. ইউনুসুর রহমান এবং টোকা ইন্টারন্যাশনাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো .আব্দুল মোমেন রয়েছে।

আরও পড়ুন : ডাকঘর সঞ্চয়পত্রে সুদহার অর্ধেক

প্রস্তাবিত এই ১৮ জনের মধ্য থেকে বিএসইসি ৬ জনকে চূড়ান্ত করবে।

ওডি/এওয়াইআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড