• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

তিন বছরের মধ্যে পেঁয়াজ রপ্তানি করব : বাণিজ্যমন্ত্রী

  নিজস্ব প্রতিবেদক

১১ ফেব্রুয়ারি ২০২০, ২২:৪৬
টিপু মুনশি
বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি ও জাতীয় সংসদ (ছবি : সংগৃহীত)

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, আগামী তিন বছরের মধ্যে আমরা পেঁয়াজ রপ্তানিতে সক্ষমতা অর্জন করতে পারব। বর্তমানে আমাদের চাহিদার ৩০ শতাংশের বেশি আমদানি করতে হয়।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) জাতীয় সংসদের অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, এখন আমরা নিজেরাই পেঁয়াজ উৎপাদন করছি। এ বছর ২০ শতাংশ উৎপাদন বেশি হবে। উৎপাদন বৃদ্ধি অব্যাহত থাকলে আগামী তিন বছরের মধ্যে আমরা পেঁয়াজ রপ্তানি করতে পারব।

টিপু মুনশি বলেন, প্রতিবছর আমাদের পেঁয়াজের চাহিদা রয়েছে ২৫-২৬ লাখ মেট্রিক টন। এর মধ্যে আমদানি করতে হয় ৮-৯ লাখ মেট্রিক টন। আমদানির ৯০ শতাংশই করতে হয় ভারত থেকে।

আরও পড়ুন : এক ঘোষণায় ফিরল সাড়ে ৫ হাজার কোটি টাকা

তিনি আরও বলেন, ২০১৯ সালের ২৯ সেপ্টেম্বর হঠাৎ ভারত সরকার পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেয়। পরে মিয়ানমার থেকে চাহিদার ১৫ শতাংশ এবং বাকি পেঁয়াজ তুরস্ক, মিশর থেকে আমদানি করা হয়। কিন্তু তা আসতেও তো প্রায় ৫০ দিন লেগে যায়। প্রতিদিন দেশের চাহিদা ৬ হাজার মেট্রিক টন হলেও সরবরাহ ছিল মাত্র দেড় হাজার মেট্রিক টন। ফলে পেঁয়াজের দাম নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।

ওডি/নূর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড