• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

শেয়ারবাজারে বিনিয়োগে প্রত্যেক ব্যাংক পাবে ২০০ কো‌টি টাকা

  নিজস্ব প্রতিবেদক

১০ ফেব্রুয়ারি ২০২০, ২১:৩৮
বাংলাদেশ ব্যাংক
বাংলাদেশ ব্যাংক লোগো (ফাইল ফটো)

দেশের প্রত্যেক ব্যাংক শেয়ারবাজারে বিনিয়োগের জন্য ২০০ কোটি টাকার বিশেষ তহবিল গঠন করতে পারবে। নিজস্ব উৎস বা ট্রেজারি বিল বন্ডের মাধ্যমে বাংলাদেশ ব্যাংক থেকে তহবিলের অর্থ সংগ্রহ করতে পারবে ব্যাংকগুলো।

বাংলাদেশ ব্যাংকের ‘ডিপার্টমেন্ট অব অফসাইট সুপারভিশন’ সোমবার (১০ ফেব্রুয়ারি) এ সংক্রান্ত সার্কুলার জারি করেছে।

ব্যাংকগুলো কেন্দ্রীয় ব্যাংক থেকে পাঁচ শতাংশ সুদে এ তহবিলের অর্থ সংগ্রহ করতে পারবে। পাঁচ বছরের মধ্যে এ অর্থ পরিশোধ করা যাবে। ব্যাংকগুলো সর্বোচ্চ সাত শতাংশ সুদে এ তহবিল থেকে ঋণ দিতে পারবে।

জানা গেছে, পুঁজিবাজারে তারল্য সংকট ও আস্থাহীনতায় ধারাবাহিকভাবে দরপতন ঘটে। টানা দরপতনের কারণে গত ডিসেম্বরে ব্যাংকগুলোর কয়েকটি ব্রোকারেজ হাউস ও মার্চেন্ট ব্যাংক অর্থ মন্ত্রণালয়ের কাছে ১০ হাজার কোটি টাকার বিশেষ তহবিল চায়।

এ বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকের মতামত জানতে চেয়ে ইতিবাচক সাড়া পেয়েছে অর্থ মন্ত্রণালয়। মন্ত্রণালয় বাজারে তারল্য সরবরাহের জন্য কেন্দ্রীয় ব্যাংককে চিঠি দেয়। এরপরই এ সার্কুলার জারি হলো।

ওডি/এমআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড