• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

বাণিজ্য মেলায় ৬ কোটি ৪৬ লাখ টাকার ভ্যাট আদায়

  নিজস্ব প্রতিবেদক

১০ ফেব্রুয়ারি ২০২০, ১৮:০৯
বাণিজ্য মেলা
বাণিজ্য মেলা (ছবি : সংগৃহীত)

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা থেকে এবার ৬ কোটি ৪৬ লাখ টাকার ভ্যাট আদায় হয়েছে। গত বছর ৭ কোটি ২ লাখ টাকা আদায় হলেও এবার ৫৬ লাখ টাকা কম ভ্যাট আদায় হয়েছে। স্টলের সংখ্যা ও দর্শনার্থী হ্রাস পাওয়ায় এমনটি হয়েছে বলে মনে করছেন ভ্যাট কর্তৃপক্ষ।

সদ্য সমাপ্ত হওয়া মেলায় ১০টি প্রতিষ্ঠানকে সর্বোচ্চ ভ্যাটদাতার সম্মাননা দেবে এনবিআর। ঢাকা পশ্চিম ভ্যাট কর্তৃপক্ষের আয়োজিত বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে এই সম্মাননা দেওয়া হবে।

এবার সর্বোচ্চ ভ্যাটদাতা নির্বাচিত হয়েছে—ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ। এরপর রয়েছে এসকেয়ার ইলেকট্রনিক্স ও সারাহ লাইফ স্টাইল কোম্পানী। এই তিনটি প্রতিষ্ঠান যথাক্রমে ৩৭ লাখ ৩৬ হাজার, ৩৪ লাখ ৭৭ হাজার ও ৩২ লাখ ৫ হাজার টাকার ভ্যাট দিয়েছে।

সম্মাননা পাওয়া অন্যান্যদের মধ্যে রয়েছে—র‌্যাংগস ইলেকট্রনিক্স, হাতিল কমপ্লেক্স, মাল্টি লাইন ইন্ডাস্ট্রিজ, ফিট এলিগেন্স, নাভানা ফার্নিচার, ফেয়ার ইলেকট্রনিক্স এবং বংগ বেকারস লি.।

মেলায় এবার ঢাকা পশ্চিম ভ্যাট কমিশনারেট থেকে আটটি টিম নজরদারি করে। নতুন ভ্যাট আইনের পরিপালন নিশ্চিত করতে ও যথাযথ ভ্যাট আদায়ে ২৯টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করা হয়। এতে প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা আরোপ ও তা আদায় করা হয়।

আরও পড়ুন : ১১ বছরে সারের দাম ১ টাকাও বাড়েনি : কৃষিমন্ত্রী

গত বছর ৩৫ লাখ দর্শনার্থী থাকলেও চলতি বছর ছিল ২৩ লাখ। এ বছর মেলায় স্টলের সংখ্যা ছিল ৪৮৭টি। যা আগের বছরের তুলনায় ৮২টি কম। এ বছর সাপ্তাহিক ছুটিতে ৩ দিন পূর্ণ দিবস মেলা বন্ধ ছিল। অর্ধদিবস বন্ধ ছিল তিন দিন। পরে ৫ দিন সময় বাড়লেও তাতে কোনো ছুটির দিন ছিল না।

ওডি/নূর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড