• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

বাণিজ্য মেলায় বাড়তি ৮ দিন থাকতে চান ব্যবসায়ীরা

  নিজস্ব প্রতিবেদক

২৬ জানুয়ারি ২০২০, ২১:১৮
ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা
ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা (ছবি : সংগৃহীত)

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় অতিরিক্ত আট দিন থাকতে চায় মেলায় অংশ নেওয়া ব্যবসা প্রতিষ্ঠানগুলো। এ বিষয়ে তারা মেলার আয়োজক রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) কাছে আবেদন করেছে। ইপিবি ওই আবেদনের প্রেক্ষিতে মেলার সময় বাড়াতে বাণিজ্য মন্ত্রণালয়কে প্রস্তাব দিয়েছে।

মেলার সদস্য সচিব আবদুর রউফ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, মেলার সময় বাড়াতে বাণিজ্য মন্ত্রণালয়ে আনুষ্ঠানিক প্রস্তাব দেওয়া হয়েছে। এখনো কোনো উত্তর পাইনি। আশা করছি, দ্রুতই এ বিষয়ে সিদ্ধান্ত আসবে।

আব্দুর রউফ বলেন, এ বছর ব্যবসায়ীদের অনেক লোকসান হয়েছে। তাই তারা মেলার সময় বাড়ানোর আবেদন করেছেন। তাদের আবেদনের প্রেক্ষিতে আমরা প্রস্তাবটা মন্ত্রণালয়কে দিয়েছি।

প্রতি বছরের মতো ১ জানুয়ারি বাণিজ্য মেলার ২৫তম আসর শুরু হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাসব্যাপী এ মেলা উদ্বোধন করেন।

মেলায় বাংলাদেশের পাশাপাশি যুক্তরাষ্ট্র, চীন, ইরান, পাকিস্তান, যুক্তরাজ্য, থাইল্যান্ড, নেপাল, মালয়েশিয়া, জার্মানি, ভারত, তুরস্ক, হংকং, দক্ষিণ আফ্রিকা, ইতালি, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া, দুবাই, ব্রনাই, তাইওয়ান ও ভুটানের বিভিন্ন প্রতিষ্ঠান অংশ নিয়েছে।

ওডি/এমআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড