• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

বিএসইসির নতুন মিউচুয়াল ফান্ডের অনুমোদন

  নিজস্ব প্রতিবেদক

২৩ জানুয়ারি ২০২০, ০৪:২৭
বিএসইসি
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন- বিএসইসি (ছবি : ফাইল ফটো)

‘একুশ ফার্স্ট ইউনিট ফান্ড’ নামে বেমেয়াদি একটি মিউচুয়াল ফান্ডকে শেয়ার বাজারে আসতে অনুমোদন দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

বিএসইসির চেয়ারম্যান ড. এম খায়রুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত ৭১৫তম কমিশন সভায় বুধবার (২২ জানুয়ারি) ওই মিউচ্যুয়াল ফান্ডটির খসড়া প্রসপেক্টাস অনুমোদন দেওয়া হয়।

জানা গেছে, ‘একুশ ফার্স্ট ইউনিট ফান্ড’ নামে ওই মিউচুয়াল ফান্ডের প্রাথমিক লক্ষ্যমাত্রা ১০ কোটি টাকা। এর মধ্যে ফান্ডটির উদ্যোক্তা প্রতিষ্ঠান ‘একুশ ওয়েলথ ম্যানেজমেন্ট লিমিটেড’ দেবে এক কোটি টাকা। অবশিষ্ট ৯ কোটি টাকা বরাদ্দ থাকবে সকল বিনিয়োগকারীদের জন্য।

আরও পড়ুন : দশ মিনিটে প্রধান সূচকের ৫০ পয়েন্ট পতন

একই সঙ্গে বিনিয়োগকারীদের জন্য বরাদ্দকৃত অংশ ইউনিট বিক্রির মাধ্যমে উত্তোলন করা হবে। পাশাপাশি ফান্ডের প্রতিটি ইউনিটের অভিহিত মূল্য ১০ টাকা নির্ধারণ করা হয়েছে। বেমেয়াদি এই ফান্ডটির সম্পদ ব্যবস্থাপক হিসেবে রয়েছে ‘একুশ ওয়েলথ ম্যানেজমেন্ট লিমিটেড’। এছাড়া ফান্ডটির ট্রাস্টি হিসেবে রয়েছে সন্ধানী লাইফ ইনস্যুরেন্স আর ব্র্যাক ব্যাংক লিমিটেড থাকছে কাস্টডিয়ান হিসেবে।

ওডি/আইএইচএন

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড