• বুধবার, ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১  |   ২৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

পুঁজিবাজারে বড় উত্থান 

  অর্থ-বাণিজ্য ডেস্ক

১৬ জানুয়ারি ২০২০, ১৮:১১
সূচক
সূচকের বড় উত্থান (ছবি : সংগৃহীত)

সূচকের বড় উত্থানের মধ্য দিয়ে বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দেশের পুঁজিবাজারে লেনদেন শেষ হয়েছে। এ দিন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ৮১ পয়েন্ট বা ২ শতাংশ, বর্তমানে চার হাজার ১৪৯ পয়েন্টে অবস্থান করছে। গেল দুই দিনে এ সূচক বেড়েছে ১১২ পয়েন্ট। বুধবার (১৫ জানুয়ারি) লেনদেন শেষে সূচকটি বেড়ে দাঁড়ায় ৩১ পয়েন্ট।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই বেড়েছে ২০৭ পয়েন্ট। এই নিয়ে গত দুই দিনে এ সূচক বাড়ল ৩০০ পয়েন্ট।

প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে গত বুধবারের তুলনায় বৃহস্পতিবার লেনদেনের পরিমাণ সামান্য বৃদ্ধি পেয়েছে। ডিএসইতে আজ ২৬৭ কোটি ৪৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। গত বুধবার লেনদেনের পরিমাণ ছিল ২৪২ কোটি ৮২ লাখ টাকা। হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে ১৯৪টির দর বেড়েছে, ১১২টির দর কমেছে এবং ৪৭টির দর অপরিবর্তিত আছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জে আজ লেনদেনের শীর্ষে থাকা কোম্পানিগুলো হলো— স্কয়ার ফার্মা, লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেড, এডিএন টেলিকম লিমিটেড। লেনদেনের শীর্ষ তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে— সি পার্ল, ব্র্যাক ব্যাংক, গ্রামীণফোন, রিং শাইন টেক্সটাইল লিমিটেড, বিকন ফার্মা, খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেড, স্ট্যান্ডার্ড সিরামিকস।

দর বাড়ার শীর্ষে থাকা কোম্পানিগুলো হলো— আনলিমা ইয়ার্ন লিমিটেড, ইস্টার্ন ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, স্কয়ার ফার্মাসিটিক্যালস লিমিটেড। শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো মধ্যে রয়েছে— সোনারবাংলা ইন্স্যুরেন্স, স্ট্যান্ডার্ড সিরামিক, ফ্যাস ফাইন্যান্স, আইসিবি এএমসিএল অগ্রণী ব্যাংক মিউচ্যুয়াল ফান্ড ওয়ান, রিপাবলিক ইন্স্যুরেন্স ও স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড।

আরও পড়ুন : ভারতের পেঁয়াজের বিষয়ে বিবেচনা করে সিদ্ধান্ত : বাণিজ্যমন্ত্রী

দর কমার শীর্ষে থাকা কোম্পানিগুলো হলো— এসএস স্টিল লিমিটেড, এডিএন টেলিকম লিমিটেড, আজিজ পাইপস। তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো মধ্যে রয়েছে— প্রিমিয়ার সিরামিকস, ইউনাইটেড এয়ার ওয়েজ, রিং শাইন টেক্সটাইল, হাইডেলবার্গ সিমেন্ট, এরামিট সিমেন্ট, গোল্ডেন হারভেস্ট অ্যাগ্রো ও নর্দার্ন জুট ম্যানুফ্যাকচারিং লিমিটেড।

অন্যদিকে, সিএসইতে হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে ১০৩টির দর বেড়েছে, ৮৭টির দর কমেছে এবং ২৭টির দর অপরিবর্তিত রয়েছে।

ওডি/টিএএফ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড