• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

আনোয়ার গ্যালভানাইজিংয়ে বাড়ছে অনুমোদিত মূলধন

  অর্থ-বাণিজ্য ডেস্ক

০৭ জানুয়ারি ২০২০, ১২:৫৮
আনোয়ার গ্যালভানাইজিং
আনোয়ার গ্যালভানাইজিং (ছবি : সম্পাদিত)

আনোয়ার গ্যালভানাইজিং তাদের অনুমোদিত মূলধন বাড়িয়ে আড়াই গুণ করার সিদ্ধান্ত নিয়েছে। মঙ্গলবার (৭ জানুয়ারি) কোম্পানিটির কর্তৃপক্ষের দেওয়া তথ্যের ভিত্তিতে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এ তথ্য প্রকাশ করেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ জানিয়েছে, আনোয়ার গ্যালভানাইজিংয়ের অনুমোদিত মূলধন ছিল ২০ কোটি টাকা। বার্ষিক সাধারণ সভাতে (এজিএম) শেয়ারহোল্ডারদের অনুমোদন নিয়ে এই মূলধন ৩০ কোটি টাকা বাড়িয়ে ৫০ কোটি টাকা বাড়ানো হবে।

বর্তমানে কোম্পানিটির অনুমোদিত মূলধনের মধ্যে পরিশোধিত মূলধনের পরিমাণ মাত্র ১৪ কোটি ৫২ লাখ টাকা এবং শেয়ার সংখ্যা ১ কোটি ৪৫ লাখ ২০ হাজার। কোম্পানিটির শেয়ার সংখ্যা কম হওয়ায় বিনিয়োগকারীদের একটি অংশের আগ্রহ রয়েছে। যার কারণে শেয়ারের দামও চড়া। ১০ টাকা অভিহিত মূল্যের প্রতিটি শেয়ারের দাম বর্তমানে ৭১ টাকা।

প্রতিষ্ঠানটির শেয়ারের দাম চড়া হলেও লভ্যাংশের হার খুব একটা ভালো না। তবে নিয়মিত ১০ শতাংশ লভ্যাংশ দিয়ে কোম্পানিটির বর্তমান অবস্থান ‘এ’ গ্রুপে।

সর্বশেষ গত বছরের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে প্রতিষ্ঠানটি। ২০১৫, ২০১৬ ও ২০১৮ সালেও প্রতিষ্ঠানটি ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল। তবে ২০১৭ সালে লভ্যাংশ হিসেবে ১০ শতাংশ বোনাস শেয়ার পেয়েছিলেন শেয়ারহোল্ডাররা।

১৯৯৬ সালে আনোয়ার গ্যালভানাইজিং শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়। বর্তমানে কোম্পানিটির মোট শেয়ারের ৩৫ দশমিক ৩২ শতাংশ উদ্যোক্তা ও পরিচালকদের কাছে, ৪৫ দশমিক ৭৮ শতাংশ বিনিয়োগকারীদের কাছে এবং বাকি ১৮ দশমিক ৯০ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে রয়েছে।

ওডি/এওয়াইআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড