• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

নতুন বছরে পেঁয়াজের ‘ডাবল সেঞ্চুরি’

  অর্থ-বাণিজ্য ডেস্ক

০৫ জানুয়ারি ২০২০, ১৪:৪৬
পেঁয়াজ
পেঁয়াজ (ছবি : সংগৃহীত)

নতুন বছরের ‘ডাবল সেঞ্চুরি’ হাঁকাল দেশি পেঁয়াজ। যা কয়েকদিন আগেও ১২০ থেকে ১৩০ টাকার মধ্যে ছিল। কেজিতে ২০ থেকে ৩০ টাকা বেড়ে দেশি পেঁয়াজের সাথে পাল্লা দিয়ে চীনা-তুরস্কের পেঁয়াজও বিক্রি হচ্ছে ৮০ থেকে ৯০ টাকা দরে।

এর আগে পেঁয়াজের দাম ডাবল সেঞ্চুরি পার করেছিল গত নভেম্বরেই। তখন ২৫০ টাকা কেজি পর্যন্ত ওঠে। তাই এখন ২০০ টাকা হওয়ার পরও দাম আগের চেয়ে বরং কম। গত ডিসেম্বর থেকে বাজারে পেঁয়াজ আসতে শুরু করার পরেও নতুন পেঁয়াজের দাম কমেনি। এ নিয়ে দুই মাসের মধ্যে দুইবার ডাবল সেঞ্চুরি হাঁকাল পেঁয়াজ।

বাজারগুলোতে যখন পেঁয়াজের দাম নিয়ে হুলস্থূল অবস্থা তখন টিসিবির ট্রাকের সামনে পেঁয়াজ কেনার লাইন আবারও বড় হচ্ছে। কারণ সংস্থাটি এখন বড় পেঁয়াজ ৩৫ টাকা কেজি বিক্রি করছে। তবে টিসিবির এ সুবিধা পাওয়া যাবে শুধু রাজধানী, বিভাগীয় ও জেলা শহরে।

বাজরে নতুন পেঁয়াজ ওঠার সময়ে যখন দাম কমার কথা এমন সময়ে ফের কেন পেঁয়াজের দামে আগুন লাগল এমন প্রশ্নের জবাবে ব্যবসায়ীরা বলছেন, বছরের এ সময়টায় দেশি পেঁয়াজ উঠলেও ভারতীয় পেঁয়াজের প্রচুর সরবরাহ থাকত। দুয়ে মিলে দাম কম থাকত।

তবে এবার ভারতীয় পেঁয়াজ আসেনি। যে পেঁয়াজ আসছে তা পরিমাণে যথেষ্ট নয়। এছাড়া বাড়তি দাম পাওয়ার আশায় চাষিরা অপুষ্ট দেশি পেঁয়াজ আগেই তুলে ফেলার কারণেও একটা চাপ তৈরি হয়েছে বলে জানান ব্যবসায়ীরা।

প্রসঙ্গত, ২৯ সেপ্টেম্বর ভারত রপ্তানি বন্ধ করে দেয়। এর পরপরই বাজার অস্থির হয়ে যায়। ২৫০ টাকা কেজিতে পেঁয়াজ কেনার তিক্ত অভিজ্ঞতার মুখে পড়ে মানুষ।

ওডি/এসএস

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড