• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

প্রধানমন্ত্রীর উদ্বোধনে বাণিজ্য মেলা শুরু

  নিজস্ব প্রতিবেদক

০১ জানুয়ারি ২০২০, ১১:২৫
শেখ হাসিনা
প্রধানমন্ত্রী শেখ হাসিনা (ফাইল ফটো)

বরাবরের মতো রাজধানীর শেরেবাংলা নগরে শুরু হয়েছে মাসব্যাপী ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। বুধবার (১ জানুয়ারি) প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৫তম এ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন।

বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের পশ্চিম পাশের মাঠে মেলার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

মেলার আয়োজক কমিটি জানায়, এবারের বাণিজ্য মেলায় বিভিন্ন ক্যাটাগরির মোট প্যাভিলিয়ন ১১২টি, মিনি প্যাভিলিয়ন ১২৮টি ও বিভিন্ন ক্যাটাগরির ২৪৩টি স্টল স্থান পেয়েছে। এবার মেলায় প্রবেশের টিকিটের মূল্য ১০ টাকা বেড়েছে। প্রাপ্ত বয়স্কদের জন্য টিকিটের মূল্য ৪০ টাকা ও অপ্রাপ্ত বয়স্কদের জন্য ২০ টাকা। অনলাইন ও কিউআর কোডের মাধ্যমেও টিকিট সংগ্রহ করা যাবে।

আয়োজক কমিটি আরও জানায়, এ বছর মেলা ভিন্ন আঙ্গিকে সাজানো হয়েছে। দর্শনার্থীদের জন্য মেলার ভেতরে খোলামেলা স্থান রাখা হয়েছে। মেলায় ডিজিটাল এক্সপেরিয়েন্স সেন্টার রয়েছে। এতে সহজেই ক্রেতা-দর্শনার্থীরা নির্দিষ্ট স্টল ও প্যাভিলিয়ন খুঁজে পাবেন। মেলায় সাপ্তাহিক ছুটি থাকবে না, সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে।

ওডি/এমআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড