• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

৩য় বারের মতো শুরু হচ্ছে এফ-কমার্স সামিট

  অর্থ-বাণিজ্য ডেস্ক

১৫ ডিসেম্বর ২০১৯, ১৫:১৭
ন্যাশনাল এফ-কমার্স সামিট ২০১৯
ছবি : ন্যাশনাল এফ-কমার্স সামিট ২০১৯

রাজধানীর কেআইবি কমপ্লেক্সে তৃতীয়বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ন্যাশনাল এফ-কমার্স সামিট- ২০১৯। এ সামিটে সংশ্লিষ্ট উদ্যোক্তারা পণ্য প্রদর্শনের পাশাপাশি বিনিয়োগকারীদের সামনে নিজেদের ব্যবসায় উদ্যোগ উপস্থাপনের সুযোগ পাবেন।

বর্তমানে বাংলাদেশে প্রায় ৩ লাখ এফ-কমার্স উদ্যোক্তা রয়েছে, যার অর্ধেকের বেশি নারী। সামিটে শিল্পের ক্রমবর্ধমান মানোন্নয়ন, কারিগরি দক্ষতা বৃদ্ধি ও সচেতনতা সৃষ্টির লক্ষ্যে ৪টি নলেজ সেশন রাখা হয়েছে। ইউটিউবারদের মতো ফেসবুকে ভিডিও শেয়ার করে কীভাবে আয় করা যায়, সে বিষয়ে একটি দিক নির্দেশনামূলক সেশন রাখা হয়েছে। এর সঙ্গে ফেসবুক উদ্যোক্তাদের বিক্রয় বৃদ্ধির কৌশল, কনটেন্ট ক্রিয়েটর ও মেসেঞ্জার বট নিয়েও আলাদা সেশন রাখা হয়েছে। এছাড়া এবারের সামিটে এফ-কমার্স শিল্পকে উৎসাহিত করার লক্ষ্যে ৫ জন এফ-কমার্স উদ্যোক্তা এবং ৫ জন পৃষ্ঠপোষককে পুরস্কৃত করা হবে।

স্পেশালাইজড ডিজিটাল মার্কেটিং এজেন্সি গীকি সোশ্যাল লিমিটেডের আয়োজিত এই সামিটে সহায়তা করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের অ্যাকসেস টু ইনফরমেশন (এটুআই) প্রোগ্রাম, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) ও ই-ক্যাব।

আয়োজকরা ধারণা করছেন, দিনব্যাপী এই আয়োজনে ২ হাজার দর্শনার্থী ও ১ হাজার উদ্যোক্তা উপস্থিত থাকবে।

উল্লেখ্য, ২০১৫ ও ২০১৬ সালে যথাক্রমে প্রথম ও দ্বিতীয় এফ-কমার্স সামিট অনুষ্ঠিত হয়।

ওডি/এওয়াইআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড