• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১  |   ৩২ °সে
  • বেটা ভার্সন
sonargao

ভ্যাট আদায়ে ডিসেম্বর থেকেই দোকানে বসছে ইএফডি

  অধিকার ডেস্ক

০৯ ডিসেম্বর ২০১৯, ০৪:০৯
ইএফডি
ইএফডি (ছবি : সংগৃহীত)

চলতি ডিসেম্বর মাস থেকে মূল্য সংযোজন কর (ভ্যাট) আদায়ে ৫০ শতাংশ দোকানে ইলেকট্রনিক ফিসক্যাল ডিভাইস (ইএফডি) বসানোর কাজ শুরু করবে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

রবিবার (৮ ডিসেম্বর) জাতীয় ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ উপলক্ষে রাজধানীর সেগুনবাগিচায় জাতীয় রাজস্ব ভবনে সংবাদ সম্মেলনে এনবিআরের চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া এ তথ্য জানান।

এনবিআর চেয়ারম্যান বলেন, আমাদের ইএফডি মেশিন চট্টগ্রাম বন্দরে চলে এসেছে। আজকের মধ্যেই ক্লিয়ার হয়ে যাবে। ডিসেম্বর মাসেই এসব মেশিন দোকানে স্থাপনের কাজ শুরু হবে। প্রথমে ১০ হাজার মেশিন দেওয়া হবে। চলতি অর্থবছরের মধ্যেই ৫০ শতাংশ ব্যবসা প্রতিষ্ঠানে এ মেশিন বসানো হবে।

মোশাররফ হোসেন ভূঁইয়া বলেন, ১০ হাজার মেশিন লাগানোর পর সেগুলো ঠিকমতো কাজ করলে বাকি ৯০ হাজার মেশিন বসানো হবে। এরপর আরও এক লাখ মেশিন কেনা হবে।

চলতি অর্থবছর বছরের শুরুতে এসজেডজেডটি-কেএমএমটি-এসওয়াইইএসআইএস ইটালের সমন্বয়ে চীনা কনসোর্টিয়ামকে এক লাখ মেশিন ও ৫০০ সেলস ডেটা কন্ট্রোলারসহ ইলেকট্রনিক ফিসক্যাল ডিভাইস ম্যানেজমেন্ট সিস্টেম (ইএফডিএমএস) সরবরাহ, স্থাপন ও পরিচালনার কাজ দেয় সরকার। প্রতিটি ইএফডি মেশিনের দাম পড়বে ৩২ হাজার টাকা। যা কিস্তিতে ব্যবসায়ীদের দেবে সরকার।

ওডি/ এফইউ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড