• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

৪৫ টাকার পেঁয়াজ ২২০ টাকায় বিক্রি (ভিডিও)

  নিজস্ব প্রতিবেদক

০৭ ডিসেম্বর ২০১৯, ২১:০৪
পেঁয়াজ
গাড়িতে পেঁয়াজ উঠানোর কাজে ব্যস্ত শ্রমিকরা (ছবি : সংগৃহীত)

আমদানি করা পেঁয়াজের দাম কমতে শুরু করেছে। তবে দেশি পেঁয়াজের সঙ্গে সঙ্গে মিয়ানমার থেকে আমদানি করা পেঁয়াজের দাম কিছুটা বেড়েছে। অথচ মিশর ও মিয়ানমারের আমদানিকৃত পেঁয়াজ চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছাতে খরচ হয় ৪২ থেকে ৪৫ টাকা। আর সেই পেঁয়াজ হাত বদল হয়ে খুচরা বাজারে ২০০ থেকে ২৪০ টাকা দরে বিক্রি হচ্ছে।

এক্ষেত্রে আমদানিকারক প্রতিষ্ঠানগুলো আড়তদারদের সিন্ডিকেটের কারসাজিকে দুষছেন।

আমদানিকারকরা জানিয়েছে, মিয়ানমার থেকে আমদানি করা পেঁয়াজ চট্টগ্রামসহ সারা দেশব্যাপী মাত্র ৪২ থেকে ৪৫ টাকা কেজি দরে সরবরাহ করছেন তারা।

সাধারণ ক্রেতারা বলছেন, পেঁয়াজের বাজারে প্রশাসনের নজরদারির অভাব রয়েছে। এই সুযোগে ৪৫ টাকায় কেনা মিয়ানমারের পেঁয়াজ খুঁচরা বাজারে কেজি প্রতি ২০০ থেকে ২২০ টাকা দরে বিক্রি হচ্ছে। এতে ক্ষোভ প্রকাশ করেছেন তারা। তাদের দাবি, সিন্ডিকেটের কারসাজি কারণে পেঁয়াজের দাম বেশি রাখা হচ্ছে।

চাহিদার তুলনায় পেঁয়াজের পর্যাপ্ত সরবরাহ নেই উল্লেখ করে পাইকাররা বলছেন, পেঁয়াজের সংকট রয়েছে। তাদের দাবি, যেখানে পেঁয়াজের প্রয়োজন ১০০ গাড়ি। সেখানে ১০ গাড়ি আসতেছে। শুধু তাই নয়, সেটা আবার সারা দেশে ভাগ হয়ে যাচ্ছে।

প্রসঙ্গত, গত এক মাসে চট্টগ্রাম বন্দর দিয়ে বিদেশি পেঁয়াজ আমদানি করা হয়েছে কয়েকশত টন।

ওডি/টিএএফ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড