• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

কেজিতে ৯ টাকা কমলো ডিএপি সারের দাম

  অর্থ-বাণিজ্য ডেস্ক

০৪ ডিসেম্বর ২০১৯, ১৬:১০
কৃষিমন্ত্রী
কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক (ছবি : সংগৃহীত)

পরিবেশবান্ধব ডায়-অ্যামোনিয়াম ফসফেট (ডিএপি) সারের ব্যবহার বাড়াতে খুচরা পর্যায়ে দাম প্রায় অর্ধেকে নামিয়ে আনা হয়েছে। কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক জানিয়েছেন, ডিলার এবং কৃষক পর্যায়ে ডিএপি সারের দাম প্রতি কেজিতে ৯ টাকা করে কমানো হচ্ছে।

বুধবার (৪ ডিসেম্বর) দুপুরে সচিবালয়ে কৃষি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা জানান।

আব্দুর রাজ্জাক বলেন, কৃষক পর্যায়ে প্রতি কেজি ডিএপি সারের দাম ২৫ টাকা থেকে কমিয়ে ১৬ টাকা করা হয়েছে। আর ডিলার পর্যায়ে প্রতি কেজি ২৩ টাকা থেকে কমিয়ে ১৪ টাকা করা হবে। এটি চলতি ডিসেম্বর মাস থেকেই কার্যকর হবে।

কৃষিমন্ত্রী বলেন, ইউরিয়া সারের ব্যবহার কমিয়ে ও ডায়-অ্যামোনিয়াম ফসফেট সারের ব্যবহার বাড়ায় কৃষকদের উৎপাদন খরচ কমানোর উদ্দেশে একটি প্রস্তাব প্রধানমন্ত্রী বরাবর উপস্থাপন করা হয়। পরে তিনি সারের দাম কমানোর প্রস্তাবে অনুমোদ দেন। মহান বিজয়ের মাসে সরকারের এই পদক্ষেপ দেশের কৃষকের মুখে হাসি ফোটাতে সাহায্য করবে।

এ সময় উপস্থিত ছিলেন— কৃষি সচিব নাছিরুজ্জামানসহ অন্যান্য কর্মকর্তারা।

ওডি/টিএএফ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড