• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১  |   ৩৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

৪৫ টাকা কেজি দরে টিসিবির পেঁয়াজ বিক্রি শুরু

  নিজস্ব প্রতিবেদক

০৩ ডিসেম্বর ২০১৯, ১১:৩৯
পেঁয়াজ
টিসিবি ৪৫ টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি শুরু করেছে (ছবি : সংগৃহীত)

বাজার নিয়ন্ত্রণে রাখতে দেশের বিভিন্ন জায়গায় প্রতি কেজি পেঁয়াজ ৪৫ টাকা দরে বিক্রি করছে রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)।

তবে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকার পর জনপ্রতি ১ কেজি করে পেঁয়াজ পাওয়ায় অনেক ক্রেতা অসন্তোষ প্রকাশ করেছেন।

ফেনীতে পেঁয়াজের বাজার নিয়ন্ত্রণে নিয়ে আসার জন্য সোমবার (২ ডিসেম্বর) সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত প্রতি কেজি পেঁয়াজ ৪৫ টাকা দামে বিক্রি করে টিসিবি। জেলা প্রশাসক ওয়াহিদুজ্জামান এই কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় লাইন ধরে শৃঙ্খলার সঙ্গে পেঁয়াজ কেনেন ক্রেতারা।

ঝিনাইদহেও একই অবস্থা দেখা যায়। টিসিবির পেঁয়াজ বোঝাই ট্রাকের সামনে ভিড় করেন ক্রেতারা। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে অপেক্ষার পর ৪৫ টাকা কেজি পেঁয়াজ কিনতে পেরে ক্রেতারা বেশ খুশি। এ সময় শৃঙ্খলা বজায় রাখতে উপস্থিত ছিলেন— নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পুলিশ।

জানা গেছে, জামালপুর, নওগাঁ, সাতক্ষীরা, বাগেরহাট, যশোর, মৌলভীবাজার ও সুনামগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে ট্রাকে করে কেজি প্রতি ৪৫ টাকা দামে পেঁয়াজ বিক্রি করেছে টিসিবি।

ওডি/টিএএফ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড