• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

যাত্রা শুরু করল টেন্ডারবাজার ডট কমের অ্যাপ

  অর্থ-বাণিজ্য ডেস্ক

২৮ নভেম্বর ২০১৯, ১৬:৪৪
অ্যাপের উদ্বোধন
সিনেসিস আইটির কর্পোরেট অফিসে অ্যাপের উদ্বোধনী অনুষ্ঠান (ছবি : সংগৃহীত)

অনলাইন ভিত্তিক দরপত্রের বাজার ‘টেন্ডারবাজার ডট কম’ নিয়ে এসেছে অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপ। এটি সিনেসিস আইটি লিমিটেডেরে একটি সেবা।

বুধবার (২৭ নভেম্বর) সিনেসিস আইটির কর্পোরেট অফিসে এই অ্যাপের উদ্বোধন করা হয়। এক সংবাদ বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

জানা যায়, অ্যাপের মাধ্যমে খুব সহজেই পাওয়া যাবে সকল পত্রিকায় প্রকাশিত দরপত্রের খবর। ক্যাটাগরি অনুযায়ী যে যার পচ্ছন্দ অনুযায়ী টেন্ডার খুঁজে পাবেন অ্যাপে। আছে দরপত্রের ছবি সংরক্ষণরে সুযোগ, এতে সময় ও খরচ দুটোই বাঁচবে। মোবাইলে চোখ বুলালেই যে যার প্রয়োজন মত জেনে নিতে পারবে দরপত্রের খবর।

টেন্ডার বিডার ও টেন্ডার ইনভাইটর উভয়ের জন্যই এ র্পযন্ত ১০ লাখ টেন্ডার সংরক্ষণ করা হয়েছে। বাংলাদেশের সর্ববৃহৎ অনলাইন টেন্ডার পোর্টাল হিসেবে ৯ বছর ধরে সেবা দিয়ে আসছে টেন্ডারবাজার ডট কম।

প্রতিষ্ঠানের হেড অব অপারশেন মো. গোলাম মোস্তফা সুমন বলেন, প্রয়োজনে তাৎক্ষণিক সেবা দিচ্ছে টেন্ডার বাজার। বিডার এবং ইনভাইটর উভয়কে সেবা দিতে রয়েছে তাৎক্ষণিক ক্লায়েন্ট সার্ভিসের সুবিধা। সিনেসিস আইটির জিএম এন্ড হেড অব বিজনেস তানভীর আলম বলেন, সরকারের সঙ্গে নাগরিকদের সু-সম্পর্ক গড়ে তোলাই সিনেসিস আইটির মূল লক্ষ্য। খুব অল্প সময়ের মধ্য আইফোনেও নিজেদের জায়গা করে নিতে যাচ্ছে টেন্ডারবাজার ডট কম।

ওডি/এসএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড