• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩২ °সে
  • বেটা ভার্সন
sonargao

অস্থির বাজারে অসহায় টিসিবি

  অধিকার ডেস্ক

২১ নভেম্বর ২০১৯, ১৮:৪৫
পেঁয়াজ
খোলা বাজারে টিসিবির পেঁয়াজ বিক্রি (ছবি : সংগৃহীত)

পেঁয়াজের চড়া মূল্যের লাগাম টানতে সারা দেশে পেঁয়াজ বিক্রির কার্যক্রম জোরদার করেছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। ট্রাকে করে ৪৫ টাকা দরে বিক্রি হচ্ছে পেঁয়াজ।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) বাণিজ্য মন্ত্রণালয় থেকে পাঠানো এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, রাজধানীসহ দেশের প্রতিটি অঞ্চলে ৪৫ টাকা কেজিতে পেঁয়াজ বিক্রির কার্যক্রম জোরদার করা হয়েছে। খোলা বাজারে পেঁয়াজের মূল্য স্বাভাবিক না হওয়া পর্যন্ত এ কার্যক্রম চলমান থাকবে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, শহরের ৫০টি গুরুত্বপূর্ণ এলাকায় ট্রাকে করে বিক্রি হবে পেঁয়াজ।

এ দিকে সরকারের উদ্যোগে আকাশ ও সমুদ্রপথে পর্যাপ্ত পেঁয়াজ আমদানির কার্যক্রম চলমান রয়েছে। এরইমধ্যে আকাশ ও সমুদ্রপথে পেঁয়াজের বেশ কিছু চালান দেশে পৌঁছে গেছে। পেঁয়াজের সরবরাহ স্বাভাবিক রেখে ন্যায্যমূল্য নিশ্চিত করতে টিসিবির মাধ্যমে এসব পেঁয়াজ বিক্রির ব্যবস্থা নিয়েছে সরকার।

অপরদিকে বাজারে আসতে শুরু করেছে দেশি পেঁয়াজ। যার ফলে বর্তমানে পেঁয়াজের সরবরাহ ও মূল্য স্বাভাবিক হতে শুরু করেছে। তবে চাহিদার তুলনায় জোগান অপ্রতুল থাকায় চ্যালেঞ্জের মুখোমুখি সরকারি এ প্রতিষ্ঠানটি।

ওডি/এসএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড