• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ৩১ °সে
  • বেটা ভার্সন
sonargao

পেঁয়াজের দাম কমলো কেজিতে ৬০ টাকা

  অর্থ-বাণিজ্য ডেস্ক

১৭ নভেম্বর ২০১৯, ১৬:৩৪
পেঁয়াজ
পেঁয়াজের দাম কমলো (ছবি : সংগৃহীত)

দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি স্থলবন্দরের খুচরা বাজারে কমতে শুরু করেছে পেঁয়াজের দাম। একদিনের ব্যবধানে প্রকারভেদে পেঁয়াজের কেজিতে ৫০ থেকে ৬০ টাকা দাম কমেছে।

রবিবার (১৭ নভেম্বর) হিলি স্থলবন্দরের খুচরা বাজারের পেঁয়াজ ব্যবসায়ী ও ক্রেতাদের সঙ্গে কথা বলে এ তথ্য জানা যায়।

পেঁয়াজ ব্যবসায়ী ও আড়তদাররা জানান, শনিবার (১৬ নভেম্বর) বন্দরের খুচরা বাজারে যে পেঁয়াজ কেজিপ্রতি ২০০ থেকে ২২০ টাকা দামে বিক্রি হয়েছে তা রবিবার (১৭ নভেম্বর) প্রকারভেদে প্রতি কেজি ১৫০ থেকে ১৬০ টাকা দরে বিক্রি হচ্ছে।

একজন পেঁয়াজ ক্রেতা বলেন, বিগত দুই দিন থেকে বাজারে পেঁয়াজের দাম অনেক বেশি ছিল। কিন্তু রবিবার পেঁয়াজের কেজিতে ৫০ থেকে ৬০ টাকা দাম কমেছে।

হিলি স্থলবন্দর বাজারের এক পেঁয়াজ ব্যবসায়ী বলেন, বাজারে পেঁয়াজের সরবরাহ বেড়েছে, তাই পেঁয়াজের দামও কমতে শুরু করেছে। বর্তমানে পেঁয়াজ জনসাধারণের ক্রয় ক্ষমতার মধ্যে চলে আসছে।

তিনি আরও বলেন, সারা দেশব্যাপী প্রশাসনের পক্ষ থেকে পেঁয়াজের বাজারে মনিটরিং শুরু হয়েছে। এ কারণে পেয়াজের দাম কমতে শুরু করেছে। আমরা মনে করছি সামনের দিনগুলোতে পেঁয়াজের দাম আরও কমবে।

ওডি/টিএএফ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড