• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

করোনায় স্বামীর মৃত্যু, সন্তানদের নিয়ে রেললাইনে ঝাঁপ স্ত্রীর!

  আন্তর্জাতিক ডেস্ক

১০ জুলাই ২০২০, ১১:১৪
ট্রেন
ট্রেন (ছবি : সংগৃহীত)

ভারতের পশ্চিমবঙ্গে করোনায় আক্রান্ত হয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মৃত্যুর কয়েক ঘণ্টা পরই দুই সন্তানকে নিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন তার স্ত্রী। তবে অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন তারা।

মঙ্গলবার শিলিগুড়িতে একটি রেলস্টেশনের ফুটওভার ব্রিজ থেকে তারা ঝাঁপ দেন বলে জানিয়েছে এনডিটিভি।

ভারতীয় এ সংবাদমাধ্যম জানায়, ওই নারীর স্বামী কোভিড-১৯ আক্রান্ত হয়ে মারা গেছেন। তার স্বামী স্থানীয় এক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন।

কোভিড পজিটিভ হিসেবে তার মৃত্যুর কয়েক ঘন্টা পরেই আত্মহত্যা করতে যান ওই নারী।

সন্তানসহ তিনজনকেই গুরুতর আহত অবস্থায় দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং অস্ত্রোপচারও করতে হয়েছে।

স্থানীয়দের ভাষ্য, স্বামীর মৃত্যুর খবর পরিবারের কাছে এসে পৌঁছানোর পরই পুলিশ এসে তাদের বাড়ির দিকে গলিটি ব্যারিকেড দেয়।

ওই নারী আশঙ্কায় ছিলেন ছিলেন যে, তিনি এবং শিশুদের শরীরেও কোভিড পজিটিভ ধরা পড়তে পারে। ব্যারিকেড করে দেয়ার ফলে সমাজেও তিনি একঘরে হয়ে যাবেন এই আশঙ্কাও ছিল তার।

তবে মৃত্যুর খবরের পর প্রতিবেশী এবং পুলিশ গলি ব্যারিকেড দিলেও নিজের দুই সন্তানকে নিয়ে ওই নারী বেরিয়ে পড়েন। একটি অটো নিয়ে স্থানীয় নিউ জলপাইগুড়ি রেল স্টেশনে যান।

সূত্রের খবর, ওই নারী তার বাচ্চাদের নিয়ে ফুটওভার ব্রিজে উঠেছিলেন। যাত্রীরা তাকে থামানোর আগেই তিনি বাচ্চাদের আঁকড়ে ধরে নিচে রেললাইনের ওপর ঝাঁপিয়ে পড়েন। নারীর দুই কন্যার একজনের বয়স ২ বছর অন্যজনের ৪ বছর।

ওডি

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড