• বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

এক মা করোনা আক্রান্ত করলেন তার ১৭ সন্তানকে

  আন্তর্জাতিক ডেস্ক

০৭ জুলাই ২০২০, ১২:৩০
করোনা আক্রান্ত শিশুরা
করোনা আক্রান্ত শিশুরা (ছবি : সংগৃহীত)

বিশ্বের যেকোন দেশের চেয়ে করোনায় থাবায় সবচেয়ে বেশি বিপর্যস্ত যুক্তরাষ্ট্র। দেশটিতে প্রতিদিনই প্রায় ২ হাজারের বেশি মানুষ মৃত্যুর কোলে ঢলে পড়ছেন। যা এ পর্যন্ত অন্য কোন দেশেই হয়নি। সেই যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে এক মায়ের শরীর থেকে তার ১৭ ছেলেমেয়ের করোনা সংক্রমণ হয়। তবে এখন তারা সবাই ভালো আছে।

প্রথমে সেই জননী ব্রিটেনি জেনিকের শরীরে কোনো লক্ষণ প্রকাশ না পাওয়ায় একে একে সংক্রমিত হয় ১৭ ছেলেমেয়ে। তবে আশার বিষয় হলো ১ মাস আইসোলেশনে থাকার পর তারা সবাই এখন সুস্থ হওয়ার পথে।

কোন ধরনের লক্ষণ প্রকাশ না পাওয়ায় প্রথমে করোনা টেস্ট করাননি ১৮ সন্তানের জননী ব্রিটেনি জেনিক। এরপর সন্তানদের মধ্যে করোনার লক্ষণ প্রকাশ পাওয়ায় মেডিকেল টেস্ট করিয়ে দেখেন একই বাসার ১৮ জন করোনায় আক্রান্ত। মোট ১৮ জন ছেলেমেয়ের মধ্যে কয়েকজনকে দত্তক নিয়েছেন জেনিক।

তিনি বলেন, করোনা আমাদের পরিবারে ভয়ংকর ভাবে আঘাত হেনেছে। আমি আমার জীবনে কখনো এত ভয় পায়নি। তবে সে কিভাবে করোনায় আক্রান্ত হয়েছেন সে ব্যাপারে কিছু বলেননি।

ওডি

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড