• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

করোনায় মৃত স্বামীর লাশ অদল-বদল

  আন্তর্জাতিক ডেস্ক

০৬ জুলাই ২০২০, ১৫:১০
করোনায় মৃত স্বামীর লাশ অদল-বদল
করোনায় মৃত স্বামীর লাশ অদল-বদল (ছবি : সংগৃহীত)

প্রাণঘাতী করোনা ভাইরাসে মারা যাওয়া ব্যক্তির লাশ অদল-বদলের ঘটনা ঘটেছে। এতে এক নারীকে তার স্বামীর অন্ত্যোষ্টক্রিয়া দুইবার সম্পন্ন করতে হয়েছে। দক্ষিণ আফ্রিকায় ঘটেছে এই ঘটনা।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ওই নারীর স্বামীর মরদেহ অন্য আরেক ব্যক্তির সঙ্গে বদল হয়ে যায়।

ইস্টার্ন কেপ প্রদেশের অবসরপ্রাপ্ত নার্স নোমসা নোডা বলেন, রোববার তার স্বামীকে কবর দেয়া হয়। কিন্তু তিনদিন পর গোরখোদকরা জানান, একটি ভুল হয়েছে।

এরপর বৃহস্পতিবার আবারো দাফনকাজ সম্পন্ন করা হয়। নামের যে ট্যাগ থাকে সেটি অদলবদল হয়ে যাওয়াতে এই ঘটনা ঘটেছে।

নিহতের স্ত্রী বলেন, কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে কেউ মারা গেলে তো সেখানে যেতে দেয়া হয় না। ঠিক সেই কারণেই এই ঘটনাটি ঘটে গেছে। বিবিসি।

ওডি

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড