• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

করোনা উপসর্গ নিয়ে মারা গেলেন আরও এক চিকিৎসক

  অধিকার ডেস্ক

২৮ জুন ২০২০, ১২:১১
মানসিক রোগ বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক ডা. গোপাল শঙ্কর দে
মানসিক রোগ বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক ডা. গোপাল শঙ্কর দে (ছবি : সংগৃহীত)

করোনাভাইরাসের উপসর্গ নিয়ে সিলেটে মারা গেছেন মানসিক রোগ বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক ডা. গোপাল শঙ্কর দে। গতকাল রাত পৌনে ৯টার দিকে নগরীর একটি হাসপাতালের করোনা আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ পরিচালক ডা. হিমাংশু লাল রায়।

জানা গেছে, করোনার উপসর্গ নিয়ে গত ২১ জুন মাউন্ট এডোরা হাসপাতালে ভর্তি হন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মানসিক রোগ বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ডা. গোপাল শঙ্কর দে। প্রথম তার করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ আসে। এরপর দ্বিতীয় দফায় আবার পরীক্ষা হয়। তবে দ্বিতীয় পরীক্ষার রিপোর্ট এখনো আসেনি।

মাউন্ট এডোরা হাসপাতালের সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ রাশেদুল ইসলাম বলেন, ‘২১ তারিখ হাসপাতালে ভর্তি হওয়ার আগে অধ্যাপক গোপাল শঙ্কর করোনা পরীক্ষা করান। তাতে রিপোর্ট নেগেটিভ আসে। এরপর তার উপসর্গ দেখে আমরা আবার তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য দিয়েছি।’

এদিকে, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) তথ্য অনুযায়ী, গত ২৬ জুন পর্যন্ত দেশে করোনায় আক্রান্ত হয়ে ৪৭ জন এবং করোনার উপসর্গ নিয়ে ৬ জন চিকিৎসকের মৃত্যু হয়েছে।

ওডি

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড