• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৪ °সে
  • বেটা ভার্সন
sonargao

করোনার প্রকোপ, সেনা মোতায়েন করল অস্ট্রেলিয়া

  আন্তর্জাতিক ডেস্ক

২৫ জুন ২০২০, ১১:৫৬
সেনা মোতায়েন করল অস্ট্রেলিয়া
সেনা মোতায়েন করল অস্ট্রেলিয়া (ছবি : সংগৃহীত)

প্রাণঘাতী করোনা ভাইরাসের প্রকোপ নতুন করে বেড়ে যাওয়ায় অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়ার রাজ্যের রাজধানী মেলবোর্নে সেনা মোতায়েন করা হবে। বৃহস্পতিবার অস্ট্রেলিয়া সরকারের পক্ষ থেকে এমনটি জানানো হয়েছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, গত সপ্তাহে অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্যে নতুন করে ১৫০ করোনা রোগী শনাক্ত করা হয়েছে।ওই রাজ্য করোনার প্রকোপ প্রতিরোধের জন্য এক হাজার সেনা মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়া সরকার।

এ বিষয়ে অস্ট্রেলিয়ার প্রতিরক্ষামন্ত্রী লিন্ডা রেইনল্ডস বৃহস্পতিবার বলেন , আগামী কয়েকদিনের মধ্যে দ্রুত সেনা মোতায়েন করা হবে। সেনাদের মধ্যে ৮৫০ জন বিভিন্ন হোটেলে কোয়ারেন্টাইনে থাকা আন্তর্জাতিক ভ্রমণকারীদের মনিটর করবেন এবং বাকি ২০০ সেনা করোনা পরীক্ষার জন্য কাজ করবেন।

ওয়ার্ল্ডওমিটারের তথ্য অনুযায়ী, অস্ট্রেলিয়ায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৭ হাজার ৫৫৭ জন। মারা গেছেন ১০৪ জন।

ওডি

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড