• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

ভারতে ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ৯৮৫১

  আন্তর্জাতিক ডেস্ক

০৫ জুন ২০২০, ১২:৪১
করোনা ভাইরাসে মৃত ব্যক্তি
করোনা ভাইরাসে মৃত ব্যক্তি (ছবি : সংগৃহীত)

ভারতে করোনা ভাইরাসে গত ২৪ ঘণ্টায় ৯ হাজার ৮৫১ জন আক্রান্ত হয়েছেন। আর মারা গেছেন ২৭৩ জন। দেশটিতে এখন সর্বমোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে দুই লাখ ২৬ হাজার ৭৭০ জনে।

তাদের মধ্যে এক লাখ ৯ হাজার ৬৬২ জন সেরে উঠেছেন। আর মৃত্যু হয়েছে ছয় হাজার ৩৪৮ জনের।-খবর এনডিটিভির

করোনা আক্রান্তের হিসাবে ভারত এখন বিশ্বের সপ্তম অবস্থানে রয়েছে। এখন ভারতের চেয়ে এগিয়ে রয়েছে যুক্তরাষ্ট্র, ব্রাজিল, রাশিয়া, যুক্তরাজ্য, স্পেন ও ইতালি।

প্রাণহানির দিক থেকে ভারত বিশ্বের দ্বাদশতম অবস্থানে। আর সুস্থ হওয়ার হিসাবে অষ্টম।

এদিকে ভারতের প্রতিরক্ষা সচিব অজয় কুমার করোনায় আক্রান্ত হয়েছেন। বর্তমানে তিনি কোয়ারেন্টিনে আছেন; তার অবস্থা স্থিতিশীল।

সচিবের দেহে প্রাণঘাতী ভাইরাসের উপস্থিতি শনাক্ত হওয়ার পর থেকে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বাড়ি থেকেই মন্ত্রণালয়ের কাজ সামলাচ্ছেন।

রাজনাথের দেহে করোনাভাইরাসের উপস্থিতি শনাক্তে কোনো পরীক্ষা হয়েছে কিনা, তা নিশ্চিত হওয়া যায়নি।

ভারতে লকডাউনের বিধিনিষেধ শিথিল হওয়ার পর থেকে দিল্লি ও মুম্বাইয়ের মতো ঘনবসতিপূর্ণ শহরগুলোতে আক্রান্ত-মৃত্যুর সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে।

অজয়ের আগে ভারতের অর্থ মন্ত্রণালয়ের চার কর্মীর দেহেও প্রাণঘাতী এ ভাইরাসের উপস্থিতি মিলেছিল।

ওই কর্মীদের সংস্পর্শে আসা অর্থ, প্রতিরক্ষা ও আইন মন্ত্রণালয়ের তিন ডজন কর্মীকেও পরে বাধ্যতামূলক কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে।

ওডি

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড