• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১  |   ৩১ °সে
  • বেটা ভার্সন
sonargao

এবার লকডাউন আবুধাবি 

  আন্তর্জাতিক ডেস্ক

০২ জুন ২০২০, ০৮:৫২
আরব আমিরাতের রাজধানী আবুধাবি
আরব আমিরাতের রাজধানী আবুধাবি (ছবি : সংগৃহীত)

করোনা মহামারি ঠেকাতে এবার এক সপ্তাহর জন্য লকডাউন হলো সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবি। এ রাজ্যের নাগরিকরা আগামী এক সপ্তাহের জন্য দেশের অন্যান্য রাজ্যে যেতে পারবে না, আবার এখানে কেউ প্রবেশও করতে পারবে না। এ ভ্রমণ নিষেধাজ্ঞা শুরু হচ্ছে মঙ্গলবার থেকে।

আবুধাবি ইমার্জেন্সি অ্যান্ড ক্রাইসিস কমিটির পক্ষ থেকে এক ঘোষণায় বলা হয়, আবুধাবি, আল আইন এবং আল ধাফরার বাসিন্দারা নিজেদের শহরের মধ্যে ভ্রমণ করতে পারবেন কিন্তু এ ছাড়া দেশের অন্যকোথাও যেতে পারবেন না। এবং এ এলাকাগুলোতে অন্যরাও ঢুকতে পারবে না।

রবিবার সরকারের পক্ষ থেকে আরো জনানো হয়, এছাড়া বাসা থেকে নাগরিকদের বের হতে কোন বাধা নেই। তবে রাতের ১০ টা থেকে ভোর ৬টা পর্যন্ত বের হওয়া যাবে না। বাসিন্দারা হাটতে বের হতে পারবে, শপিংমলে যেতে পারবে এবং বিনোদনও উপভোগ করতে পারবে।

কমিটি জানায়, এ নিষেধাজ্ঞা সব বাসিন্দা ও নাগরিকদের উপর আরোপিত হবে। তবে গুরুত্বপূর্ণ সেক্টরগুলোর যাদের অন্যত্র যেতে হবে বা অসুস্থ রোগী হাসপাতালে যেতে হবে এবং পণ্য আনা-নেয়া প্রয়োজন ইত্যাদি ক্ষেত্রে বিশেষ অনুমতি দেয়া হবে। সূত্র: দ্যা ন্যাশনাল

ওডি

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড