• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

করোনায় আক্রান্ত দেশের ৩০-৪০ ভাগ মানুষ: বিজন কুমার শীল

  অধিকার ডেস্ক

৩১ মে ২০২০, ১৫:৪০
বিজন কুমার শীল
বিজন কুমার শীল (ছবি : সংগৃহীত)

বাংলাদেশের ৩০ থেকে ৪০ ভাগ মানুষ ইতিমধ্যেই করোনা ভাইরাসে আক্রান্ত হয়ছেন বলে মনে করছেন বিজ্ঞানী বিজন কুমার শীল।

শনিবার (৩০ মে) রাতে একটি সংবাদমাধ্যমের সঙ্গে ফেইসবুক লাইভের আলোচনায় তিনি তার এ অনুমানের কথা জানান।

দেশজুড়ে আলোচিত গণস্বাস্থ্য কেন্দ্র আবিষ্কৃত করোনা শনাক্তের কিটের উদ্ভাবক অধ্যাপক ড. বিজন কুমার শীল। তিনি গণ বিশ্ববিদ্যালয়ের অণুজীব বিজ্ঞান বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন।

আলোচনায় এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি মনে করি আমাদের দেশে ইতিমধ্যে ৩০ থেকে ৪০ ভাগ মানুষ করোনায় আক্রান্ত হয়েছে। এবং তারা সুস্থ হয়ে উঠেছেন তারা জানেন না। হয়ত তাদের একটু জ্বর হয়েছে, দুর্বলতা অনুভব করেছে।

তিনি বলেন, করোনা কাউকে ছাড়বে না। আপনি যতই লুকিয়ে থাকেন করোনা আপনাকে, আমাকে আক্রান্ত করবে। ইউরোপের তুলনায় বাংলাদেশের মানুষের রোগপ্রতিরোধ ক্ষমতা বেশি । তুলনায় ইউরোপের মানুষের ইমিউন ব্যবস্থা 'স্ল্যাগিশ'।

তিনি আরো বলেন, ইউরোপে যখন করোনা আক্রান্ত করে তখন তাপমাত্রা কম ছিল এবং বাতাস চলাচলও কম ছিল।

তিনি বলেন, বাংলাদেশে করোনাভাইরাসের তীব্রতা ৩০ থেকে ৪০ ভাগ কমে গেছে। আগামী এক মাসের মধ্যে পরিস্থিতির আরো উন্নতি ঘটবে বলে তিনি জানান।

করোনাভাইরাস যদি জানুয়ারিতে আসত তাহলে এর তীব্রতা আরো বেশি হতো জানিয়ে তিনি বলেন, মার্চে যেহেতু আমাদের দেশে করোনা এসেছে, সে কারণে এখানে এর তীব্রতা কম ছিল।

বিজন কুমার শীল বলেন, হার্ড ইউমিনিটিতে পৌঁছাতে হোলে ৮০ ভাগ মানুষকে আক্রান্ত হতে হবে। যা আগামী এক মাসের মধ্যে ঘটতে পারে বলে তিনি মনে করছেন।

ওডি

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড