• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১  |   ৩৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বেড়েই চলছে ব্রাজিলে

  আন্তর্জাতিক ডেস্ক

৩০ মে ২০২০, ১০:১৪
করোনায় মারা যাওয়া মানুষের দাফন
করোনায় মারা যাওয়া মানুষের দাফন (ছবি : সংগৃহীত)

করোনা ভাইরাসের তাণ্ডবে বিপর্যস্ত পুরো বিশ্ব। চীনের সীমানা ছাড়িয়ে ২১৩টি দেশ ও অঞ্চলে থাবা বসিয়েছে প্রাণঘাতী এই ভাইরাস। এমন পরিস্থিতিতে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বেড়েই চলছে ব্রাজিলে।

ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, ব্রাজিলে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে ৪ লাখ ৬৮ হাজার ৩৩৮ জন। মৃত্যু হয়েছে ২৭ হাজার ৯৪৪ জনের। আর সুস্থ হয়েছে ১ লাখ ৯৩ হাজার ১৮১ জন।

দেশটির প্রেসিডেন্ট জেইর বলসোনারো শুরু থেকেই করোনাভাইরাসকে ছোট ফ্লু হিসেবে আখ্যা দিয়ে আসছেন। ভাইরাসটির বিস্তার রোধে দেশটির কোনও কোনও প্রাদেশিক সরকার লকডাউন ঘোষণা করলেও এর কারণে বেকারত্ব বাড়ছে উল্লেখ করে সেসব সিদ্ধান্তের কঠোর সমালোচনা করে আসছেন তিনি।

এদিকে করোনা চিকিৎসায় ম্যালেরিয়ার ওষুধ হাইড্রোক্সিক্লোরোকুইন যা মৃত্যুঝুঁকি বাড়াচ্ছে তা ব্যাপক আকারে ব্যবহারের তাগিদ দিচ্ছেন তিনি। তার এই সিদ্ধান্তের বিরোধিতা করে পরপর পদত্যাগ করেন দুইজন স্বাস্থ্য মন্ত্রী।

ওডি

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড