• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

করোনার কারণে ‘দেখতে সমস্যা হচ্ছে’ বরিস জনসনের!

  আন্তর্জাতিক ডেস্ক

২৬ মে ২০২০, ১৪:৫৩
ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন
ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন (ছবি : সংগৃহীত)

করোনা ভাইরাসের (কভিড-১৯) সংক্রমণ থেকে সুস্থ হয়ে ওঠার পর চোখে সমস্যা অনুভূত হওয়ার কথা জানিয়েছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন।

সোমবার (২৫ মে) নিজেই বিষয়টি জানিয়েছেন জনসন।

তিনি বলেছেন, ‘মনে হচ্ছে কয়েক বছরে এই প্রথম আমাকে চশমা ব্যবহার করতে হবে। আমি মনে করি এটি সম্ভব…করোনা ভাইরাসের সঙ্গে দৃষ্টিশক্তির সমস্যার যোগসূত্র থাকতে পারে।’

এদিকে বরিস এমন কথা বললেও চিকিৎসকরা এখন পর্যন্ত দৃষ্টিশক্তি নিয়ে কিছু বলেননি। সংক্রমিত হলে চোখে প্রদাহ হতে পারে এমন খবর এসেছে। কিন্তু সুস্থ হওয়ার পর কারো চোখের সমস্যার কথা এই প্রথম শোনা গেল।

গত ২৭ মার্চ বরিসের শরীরে নভেল করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ে। এর ১০ দিন পর জ্বর, কাশিসহ উপসর্গগুলো না কমায় তাকে সেন্ট্রাল লন্ডনের সেন্ট টমাস হাসপাতালে ভর্তি করানো হয়। সেখান থেকে নিতে হয় আইসিইউতে। কয়েক দিনের লড়াই শেষে প্রাণ নিয়ে বাড়ি ফিরতে সক্ষম হন। সূত্র: মেট্রো ডটকম ডটইউকে

ওডি

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড