• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩১ °সে
  • বেটা ভার্সন
sonargao

করোনায় দুই মাসে সর্বনিম্ন প্রাণহানি যুক্তরাষ্ট্রে

  আন্তর্জাতিক ডেস্ক

২৬ মে ২০২০, ১৩:১৯
করোনা ভাইরাসে মৃত ব্যক্তি
করোনা ভাইরাসে মৃত ব্যক্তি (ছবি : সংগৃহীত)

করোনা ভাইরাসে গত দু’মাসে সর্বনিম্ন প্রাণহানি হলো যুক্তরাষ্ট্রে। ২৯ মার্চের পর প্রথমবার ২৪ ঘণ্টায় ৫০৫ জনের মৃত্যু হয়েছে দেশটিতে। বিশ্বজুড়ে এ সংখ্যা তিন হাজার ১শ। নতুন সংক্রমণ হয়েছে ৯০ হাজারের বেশি। এ নিয়ে বিশ্বজুড়ে প্রাণহানি এখন তিন লাখ ৪৮ হাজারের কাছাকাছি। আক্রান্ত প্রায় ৫৬ লাখ মানুষ।

সোমবার সর্বোচ্চ প্রাণহানি হয়েছে ব্রাজিলে। ৮শর বেশি মানুষ মারা গেছে। এ নিয়ে দেশটিতে মৃত্যু ছাড়িয়েছে ২৩ হাজার ৫শ। আক্রান্ত হয়েছে পৌনে ৩ লাখের বেশি। পরিস্থিতির ব্যাপক অবনতি হয়েছে, পেরু-মেক্সিকোসহ মহামারির নতুন কেন্দ্রস্থল দক্ষিণ ও মধ্য আমেরিকার বিভিন্ন দেশে।

সোমবার দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু দেখা যুক্তরাষ্ট্রে মোট প্রাণহানি প্রায় এক লাখ। আক্রান্ত ১৭ লাখের বেশি। সংক্রমণের দিক থেকে এরপরে তৃতীয় স্থানে শীর্ষ দেশ রাশিয়ায় আক্রান্তের সংখ্যা পৌনে তিন লাখ ছাড়িয়েছে।

ওডি

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড