• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১  |   ৩১ °সে
  • বেটা ভার্সন
sonargao

চুল কাটাতে গিয়ে করোনায় আক্রান্ত ১৪০ জন

  আন্তর্জাতিক ডেস্ক

২৫ মে ২০২০, ০৮:৩৩
কাজ করছেন নরসুন্দর
কাজ করছেন নরসুন্দর (ছবি : সংগৃহীত)

একটি সেলুনের দোকানের দুই নরসুন্দরের মাধ্যমে অন্তত ১৪০ জন গ্রাহক করোনায় আক্রান্ত হয়েছেন। করোনার লক্ষণ নিয়েই সেলুনে টানা ৮ দিন ধরে কাজ করেছিলেন ওই দুই নরসুন্দর। যুক্তরাষ্ট্রের মিসৌরি অঙ্গরাজ্যে এ ঘটনা ঘটেছে।

রবিবার (২৪ মে) স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

মিসৌরির স্প্রিংফিল্ড-গ্রিন হেলথ ডিপার্টমেন্ট এক ঘোষণায় বলা হয়েছে, দ্বিতীয় একজন নরসুন্দরের নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ ফল এসেছে। মিসৌরির গ্রেট ক্লিপস সেলুনের এই নরসুন্দরের মাধ্যমে সেখানে সেবা নিতে আসা ৫৬ জন গ্রাহক সংক্রমিত হয়েছেন।

এর একদিন আগে, একই সেলুনের অপর একজন নরসুন্দরের মাধ্যমে ৮৪ গ্রাহক এবং সাতজন সহকর্মী করোনা আক্রান্ত হয়েছেন বলে জানানো হয়।

কর্মকর্তারা বলেছেন, করোনার লক্ষণ নিয়েই কাজ করছিলেন ওই দুই নরসুন্দর। এমনকি শরীরে করোনার লক্ষণ আছে কিংবা পরীক্ষায় পজিটিভ ফল এসেছে তা কর্তৃপক্ষকে জানায়নি তারা।

করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে যুক্তরাষ্ট্রে কয়েক সপ্তাহের কঠোর বিধি-নিষেধ শিথিল করে ব্যবসা-বাণিজ্য, অর্থনীতির চাকা সচল করার উদ্যোগ নেয়া হচ্ছে। তার মাঝে এ ধরনের কমিউনিটি ট্রান্সমিশন দেশটিতে করোনা বিস্তারের ঝুঁকির বিষয়টিকে সামনে নিয়ে আসছে।

জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য বলছে, যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত করোনা ৯৬ হাজারের বেশি মানুষের প্রাণ কেড়েছে। আক্রান্ত হয়েছেন ১৬ লাখের বেশি। মিসৌরিতে করোনা সংক্রমিত রোগীর সংখ্যা ১২ হাজার ছাড়িয়েছে এবং মারা গেছেন ৬৫০ জনের বেশি।

ওডি

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড