• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

ময়মনসিংহে করোনার বিষাক্ত ছোবলে বৃদ্ধের মৃত্যু

  ময়মনসিংহ প্রতিনিধি

০২ মে ২০২০, ০৫:৪২
করোনা
ময়মনসিংহে করোনার বিষাক্ত ছোবলে বৃদ্ধের মৃত্যু (ছবি : সংগৃহীত)

সময়ের সঙ্গে পাল্লা দিয়ে মহামারিতে রূপ নেওয়া প্রাণঘাতী করোনা ভাইরাসের বিষাক্ত ছোবলে আক্রান্ত হয়ে ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলায় এক বৃদ্ধের (৬০) মৃত্যু হয়েছে। শনাক্ত হওয়ার ১৩ দিন পর শুক্রবার (১ মে) বিকালে তার মৃত্যু হয়।

নিহত ওই ব্যক্তি জেলা প্রাথমিক শিক্ষা অফিসের অবসরপ্রাপ্ত কর্মকর্তা। এ নিয়ে তিনিসহ ময়মনসিংহ জেলায় করোনার উপসর্গ নিয়ে চারজনের মৃত্যু হয়েছে।

শুক্রবার সন্ধ্যায় ময়মনসিংহের সিভিল সার্জন ডা. এবিএম মসিউল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, মুক্তাগাছা উপজেলার ওই বৃদ্ধ গত ১৯ এপ্রিল করোনা পজিটিভ হয়। এরপর থেকে তিনি নিজ বাড়িতে কোয়ারেন্টিনে ছিলেন। এছাড়া তিনি শারীরিক নানা সমস্যায় ভুগছিলেন।

আরও পড়ুন : জ্বর, সর্দি-কাশি নিয়ে খুমেকের আইসোলেশনে থাকা শিশুর মৃত্যু

এ দিকে, তথ্য গোপন করে চিকিৎসা নেওয়ায় বিভাগজুড়ে ডাক্তার ও নার্সসহ স্বাস্থ্যকর্মীদের মাঝে করোনার সংক্রমণ ব্যাপকভাবে ছড়িয়ে পড়ছে। গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ বিভাগে ছয়জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ (মমেক) হাসপাতালের দুইজন ডাক্তারসহ চারজন, জামালপুরে একজন ও শেরপুরে এক ডাক্তারের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড