• রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

পরীক্ষা সংখ্যা বৃদ্ধি করে আক্রান্তদের দ্রুত চিকিৎসার দেওয়া হোক!

  আবু হানিফ

১৩ এপ্রিল ২০২০, ২১:০৯
আবু হানিফ
আবু হানিফ

গত ডিসেম্বরের শেষ দিকে চীনের উহান থেকে ছড়িয়ে বৈশ্বিক মহামারিতে পরিণত করোনা ভাইরাসে বিশ্বজুড়ে আক্রান্তের সংখ্যা সাড়ে ১৮ লাখ ছাড়িয়ে গেছে। মারা গেছে এক লাখ ১৪ হাজারের বেশি মানুষ।

ইতোমধ্যে চার লাখের বেশি মানুষ সুস্থ হয়েছেন। করোনা ভাইরাসের সংক্রমণ ইতোমধ্যে ২০০ অধিক দেশে দেখা গেছে।

বাংলাদেশে প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সন্ধান পাওয়া যায় গত ৮ই মার্চ।

প্রথম দিকে করেকজন করে আক্রান্ত হলেও গত ক'দিনে এই সংখ্যা আশংকাজনক হারে বাড়ছে। এক মাসের ব্যবধানে বাড়ছে আক্রান্তের সংখ্যা একই সাথে মৃত্যুর সংখ্যাও।

সর্বশেষ সোমবার (১৩ এপ্রিল) এর হিসাবে বাংলাদেশে আক্রান্তের সংখ্যা ৮০৩ জন। মারা গেছেন ৩৯ জন। আর সুস্থ হয়েছে ৪২ জন।

শুরুর দিকে পরীক্ষা করার সংখ্যা কম হলেও এখন পরীক্ষার হার কিছুটা বেড়েছে। করোনা ভাইরাস বর্তমানে কমিউনিটি লেভেল সংক্রমণ হয়ে গেছে।

তাই এখন পরীক্ষার সংখ্যা বৃদ্ধি করে আক্রান্তদের আলাদা করে দ্রুত চিকিৎসার ব্যবস্থা না করা হলে এটা আরও মহামারি আকার ধারণ করতে পারে।

ইতোমধ্যে করোনা ভাইরাস ৩৫ টিরও বেশি জেলায় ছড়িয়ে পড়েছে। ঢাকা ও নারায়ণগঞ্জ জেলাকে হটস্পট ঘোষণা করা হয়েছে।

সবচেয়ে বেশি আক্রান্ত ঢাকা জেলায় ৪০৭ জন তারপর নারায়ণগঞ্জে ১০৭ জন ও গাজীপুরে ২৩ জন। তথ্যগুলো ১৩ এপ্রিলের তারিখের)

লেখক : যুগ্ম আহ্বায়ক, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড