• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

যে দেশের সব সংসদ সদস্য হোম-কোয়ারেন্টাইনে!

  আন্তর্জাতিক ডেস্ক

১০ এপ্রিল ২০২০, ১৯:২১
বতসোয়ানার পার্লামেন্ট
বতসোয়ানার পার্লামেন্ট (ছবি : সংগৃহীত)

করোনা সংক্রমণের সম্ভাবনা থাকায় দুই সপ্তাহ হোম-কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়েছে দক্ষিণ আফ্রিকান দেশ বতসোয়ানার সব সংসদ সদস্যকে (এমপি)।

এমনকি প্রেসিডেন্ট মকগেতসি মাসিসিও সেই নির্দেশনা মেনে চলছেন। তবে কোয়ারেন্টাইনের আদেশ অমান্য করে বাইরে ঘুরে বেড়ানোয় সুপারভাইজড (নজরদারিতে থাকা) কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে বেশ কয়েকজন সংসদ সদস্যকে।

জানা যায়, গত বুধবার সংসদ সদস্যদের স্বাস্থ্য পরীক্ষা করা এক স্বাস্থ্যকর্মীর শরীরে করোনাভাইরাস ধরা পড়ায় তাদের হোম-কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়েছিল। কিন্তু বেশ কয়েকজন এমপি নির্দেশনা অমান্য করে মার্কেট-শপিংমলে ঘুরে বেড়িয়েছেন। একারণে তাদের বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। এসময় তারা নজরদারিতেও থাকবেন।

শুক্রবার এক টুইটে এ তথ্য জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। তবে ঠিক কতজন এমপিকে বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে রাখা হয়েছে তা জানানো হয়নি।

বতসোয়ানায় এপর্যন্ত ১৩ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে, মারা গেছেন একজন। সূত্র: রয়টার্স

ওডি

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড