• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩১ °সে
  • বেটা ভার্সন
sonargao

কুমিল্লার সেই বাড়ি লকডাউন!

  সারাদেশ ডেস্ক

০৬ এপ্রিল ২০২০, ১৬:৪৭
লকডাউন
লকডাউন

কুমিল্লা নগরীতে করোনাভাইরাস আক্রান্ত সন্দেহে একটি বাড়ি লকডাউন করা হয়েছে। সোমবার দুপুর ১টায় নগরীর পশ্চিম বাগিচাগাঁও স্টেশন রোডে মুন্সি তৌরাব আলী সড়কের “ফাতেমা মঞ্জিল” নামে একটি বাড়ি লকডাউন করা হয়। যার ফলে ওই বাড়িসহ আশপাশের বাড়িগুলোর মানুষের চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। লকডাউনের বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লার ডেপুটি সিভিল সার্জন ডা. মো. শাহাদাত হোসেন।

তিনি জানান, জ্বর, সর্দি ও কাশি জনিত সমস্যায় করোনাভাইরাসের লক্ষণ থাকায় রবিবার নগরীর পশ্চিম বাগিচাগাঁও মুন্সি তৌরাব আলী সড়কের একটি বাড়ির সন্দেহভাজন এক ব্যক্তির নমুনা সংগ্রহ করা হয়। নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য সরকারি রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইডিসিআর) পাঠানো হয়। এরপর সোমবার দুপুরে ওই সন্দেহভাজন ব্যক্তির বাড়ি লকডাউন করা হয়। আশপাশের বাড়িগুলোতে বসবাসরত বাসিন্দাদেরও চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়।

ডেপুটি সিভিল সার্জন ডা. মো. শাহাদাত হোসেন আরও জানান, এখন রিপোর্ট আসেনি। নমুনার রিপোর্ট এলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড