• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

মৃত্যুর রেকর্ড করে, ৭ হাজার ছাড়াল যুক্তরাষ্ট্র

  আন্তর্জাতিক ডেস্ক

০৪ এপ্রিল ২০২০, ০৯:১০
দাফনের জন্য নিয়ে যাওয়া হচ্ছে করোনা রোগীর মৃতদেহ
দাফনের জন্য নিয়ে যাওয়া হচ্ছে করোনা রোগীর মৃতদেহ (ছবি : সংগৃহীত)

মার্কিন যুক্তরাষ্ট্রে প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে একদিনের মৃত্যুর সর্বোচ্চ রেকর্ড তৈরি হয়েছে।

শুক্রবার (৩ এপ্রিল) দেশটির ১,৩২০ জন করোনা আক্রান্ত ব্যক্তি মারা গেছেন।

এ নিয়ে আমেরিকায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা সাত হাজার ৩৯১ জনের পৌঁছেছে।এ ছাড়া যুক্তরাষ্ট্রের মোট দুই লাখ ৭৬ হাজার ৯৬৫ ব্যক্তি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বেশ কয়েকদিন ধরে করোনা আক্রান্তের সংখ্যার দিক দিয়ে আমেরিকা শীর্ষে অবস্থান করছে।

বিশ্বের অনেক দেশের তুলনায় মার্কিন সরকার অনেক দেরিতে করোনা শনাক্তের পরীক্ষা শুরু করেছে। বর্তমানে এই রোগে আক্রান্তের সংখ্যা সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়তে থাকায় করোনা শনাক্তের কিট সরবরাহ করতে ওয়াশিংটনকে হিমশিম খেতে হচ্ছে।

দেশটির ৫০ অঙ্গরাজ্যের সবগুলোতে করোনাভাইরাসের ফলে সৃষ্ট কোভিড-১৯ রোগ ছড়িয়ে পড়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ডাব্লিউএইচও গত মঙ্গলবার বলেছে, অচিরেই বিশ্বব্যাপী করোনা ছড়িয়ে পড়ার কেন্দ্রবিন্দুতে পরিণত হবে আমেরিকা।

আমেরিকার হাসপাতালগুলোর সংস্থা গত ৮ মার্চ এক প্রতিবেদনে বলেছিল, দেশটিতে সম্ভবত ৯ কোটি ৬০ লাখ মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হবে এবং প্রায় ৪ লাখ ৬০ হাজার মানুষের প্রাণহানি ঘটবে।

ওডি

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড