• বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

দ্রুত করোনা পরীক্ষায় ব্যবহার হচ্ছে সোনা

  আন্তর্জাতিক ডেস্ক

০৩ এপ্রিল ২০২০, ১৪:০৭
দ্রুত করোনা পরীক্ষায় ব্যবহার হচ্ছে সোনা
দ্রুত করোনা পরীক্ষায় ব্যবহার হচ্ছে সোনা (ছবি সংগৃহীত)

করোনা ভাইরাসে আক্রান্তদের দ্রুত শনাক্তের জন্য সোনা ব্যবহার করা হচ্ছে। শরীরে করোনা ভাইরাস আক্রমণ করলে ইমিউন সিস্টেম তা প্রতিরোধ করতে পারবে কিনা, সেটাও জানা যাচ্ছে।

করোনা ভাইরাসে সংক্রমিত হওয়ার পরেও তা যদি শরীরে না থাকে তাহলেও পরীক্ষার মাধ্যমে সেটি জানার উপায় আছে।

গত ১৭ মার্চ ব্লগে একটি পোস্টের মাধ্যমে ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের (ডাব্লিউজিসি) বিশেষজ্ঞ ট্রেভর কেল জানান, স্বর্ণের ছোট ছোট গোলাকার কণা ৪০ বছরেরও বেশি সময় ধরে প্রবাহ চিহ্নিতের সূচক হিসেবে ব্যবহার হচ্ছে।

তিনি আরো বলেন, করোনা ভাইরাসে আক্রান্ত কাউকে দ্রুত শনাক্তের জন্য নমুনা সংগ্রহ করে ল্যাবে পরীক্ষা করা হয়। তাদের অধিকাংশ করা হয় সোনার মাধ্যমে।

তিনি মনে করেন, যে কোনো স্থানে সোনার মাধ্যমে এই পরীক্ষা করা যেতে পারে। আর সেটাও ১০ থেকে ১৫ মিনিটের মধ্যে পরীক্ষা করে ফল জানা যাবে।

তবে, তিনি সাবধান করে দিয়েছেন যে, পরীক্ষার সীমাবদ্ধতাও রয়েছে। সঠিকভাবে ডায়াগনস্টিক সরঞ্জাম এবং পারসোনাল প্রটেকশন ইক্যুইপমেন্ট (পিপিই) ছাড়া পরীক্ষা চালানো যাবে না।

ওডি

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড