• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

সারি সারি আগাম কবর খুঁড়ছে দেশটি!

  আন্তর্জাতিক ডেস্ক

০৩ এপ্রিল ২০২০, ১০:২৮
আয়ারল্যান্ড
আয়ারল্যান্ড (ছবি সংগৃহীত)

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া মহামারি করোনা ভাইরাসে (কোভিড-১৯) গত এক দিনে ৫ হাজার ৯৭১ জনের প্রাণহানি ঘটেছে।

শুক্রবার (৩ এপ্রিল) সকাল পর্যন্ত এতে মোট মৃতের সংখ্যা ৫৩ হাজার ২১৬ জনে পৌঁছেছে। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ লাখ ১২ হাজার ৯৯১ জন।

যাদের মধ্যে যুক্তরাষ্ট্র, ইতালি, চীন, স্পেন, ইরান ও দক্ষিণ কোরিয়ার নাগরিকদের সংখ্যাই সবচেয়ে বেশি। এমন অবস্থায় বিশ্বজুড়ে সতর্কতা জারি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা জানিয়েছে, উৎপত্তিস্থল চীন ছাড়াও বিশ্বের মোট ২০৪টি দেশে মরণঘাতী ভাইরাসটি ছড়িয়ে পড়েছে। তাছাড়া ঝুঁকিতে আছে আরও অনেক দেশ। এতে বিশ্বজুড়ে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ১০ লাখ ১৫ হাজার ৮৫০জন ছাড়িয়েছে।

এদিকে করোনা আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বাড়ার আশংকায় আয়ারল্যান্ডেগ্রামের প্রান্তে উন্মুক্ত ময়দানে খোঁড়া হচ্ছে সারি সারি কবর। একটা দুইটা নয়, অসংখ্য গোর খুঁড়তে ব্যবহার হচ্ছে এক্সকেভেটর মেশিন।

বৃহস্পতিবার (২ এপ্রিল) করোনা মহামারীতে সংক্রমণ ও মৃত্যুর বাড়বাড়ন্তের মধ্যে বেলফাস্ট সীমান্তের কাছেই উত্তর আয়ারল্যান্ডের আনত্রিম এলাকার সিক্সমাইল গোরস্থানে দেখা যায় এ দৃশ্য।

কর্তৃপক্ষ বলছে, করোনায় আক্রান্ত হয়ে গোরস্থানের কর্মী সংখ্যা ক্রমেই কমে যাচ্ছে। পরে গোর খোঁড়ার লোক পাওয়া যাবে না। তাই আগেভাগেই বেশি করে খুঁড়ে রাখা হচ্ছে

ওডি

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড