• বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১  |   ২৪ °সে
  • বেটা ভার্সন
sonargao

বিশ্বখ্যাত সেন্ট্রাল পার্ক এখন অস্থায়ী হাসপাতাল 

  আন্তর্জাতিক ডেস্ক

০১ এপ্রিল ২০২০, ১৪:১২
বিশ্বের অন্যতম জনসমাগমস্থল হলো যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ইস্ট মিয়াদো'র সেন্ট্রাল পার্ক
বিশ্বের অন্যতম জনসমাগমস্থল হলো যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ইস্ট মিয়াদো'র সেন্ট্রাল পার্ক (ছবি : সংগৃহীত)

করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে বিশ্বের অন্যতম জনসমাগমস্থল হলো যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ইস্ট মিয়াদো'র সেন্ট্রাল পার্কটি এখন অস্থায়ী হাসপাতালে পরিণত করা হয়েছে।

অলাভজনক সংস্থা সামারিটান পার্সের সহায়তায় অস্থায়ী ওই হাসপাতাল বানানো হয়েছে। ৬৮ শয্যার অস্থায়ী ওই হাসপাতালে ব্রুকলিন ও কুইন্সের করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসা দেওয়া হবে।

তবে সেখানে মাউন্ট সিনাই থেকেও রোগী আসছে। অস্থায়ী ওই হাসপাতালে চিকিৎসার ব্যয় বহন করছে খ্রিস্টান ডিজাস্টার রিলিফ চ্যারিটি সামারিটান পার্স। ওই হাসপাতাল পরিচালনায় সহায়তার জন্য খ্রিস্টান স্বাস্থ্যকর্মীদের আহ্বান জানানো হয়েছে।

এদিকে যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে এক লাখ ৮৮ হাজার পাঁচশ ৯২ জন। তার মধ্যে চার হাজার পাঁচশ ৭৬ জনের অবস্থা গুরুতর এবং মারা গেছে চার হাজার ৫৫ জন।

পরিস্থিতি বিবেচনা করে এরই মধ্যে তেলবাহী জাহাজ সংস্কার করে হাসপাতাল বানিয়েছে মার্কিন নৌ-বাহিনী। নৌ-বাহিনীর ওই হাসপাতালে করোনাভাইরাস ছাড়া অন্য রোগে আক্রান্ত হয়ে গুরুতর অবস্থায় থাকা রোগীদের চিকিৎসা দেওয়া হবে।

ওডি

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড