• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

ভারতে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে ১ হাজার ৬১৩

  আন্তর্জাতিক ডেস্ক

০১ এপ্রিল ২০২০, ১৩:৫৬
করোনা পরিক্ষা করছে
করোনা পরিক্ষা করছে স্বাস্থ্যকর্মীরা (ছবি : সংগৃহীত)

ভারতে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে ১ হাজার ৬১৩ হয়েছে। মৃতের সংখ্যা ৩৫। সুস্থ হয়েছে ১৪৮ জন।

আজ (বুধবার) সকালে এবিপি নিউজ হিন্দি টিভি চ্যানেলের ওয়েবসাইট ‘এবিপিলাইভ ডট কম’ ওই তথ্য জানিয়েছে।

অন্যদিকে, ‘আজতক’ টিভি চ্যানেলের ওয়েবসাইটে আক্রান্তের সংখ্যা ১ হাজার ৬১১, মৃতের সংখ্যা ৪৭ এবং ১৫৩ জন সুস্থ বলে জানানো হয়েছে।

ভারতে কার্যত দ্রুতগতিতে আক্রান্তের সংখ্যা বেড়ে চলায় উদ্বেগের সৃষ্টি হয়েছে। আজ সকালের এক পরিসংখ্যানে প্রকাশ, গত ২৪ ঘণ্টায় ২৭২ টি নয়া সংক্রমণের ঘটনা ঘটেছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের দাবি, মানুষজন সহযোগিতা না করার জন্য আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।

ভারতের দিল্লি, মহারাষ্ট্র ও তামিলনাড়ুতে আক্রান্তের সংখ্যা অনেক বৃদ্ধি পেয়েছে। দিল্লিতে ১২০ জন আক্রান্ত হয়েছে। মহারাষ্ট্রে গতকাল (মঙ্গলবার) ৭২ টি নয়া সংক্রমণ হওয়ায় সেখানে ৩০২ জন আক্রান্ত হয়েছে। কেরালাতে আক্রান্তের সংখ্যা বেড়ে ২৪১ হয়েছে। তামিলনাড়ুতে আক্রান্তের সংখ্যা ১২৪। এদেরমধ্যে ৫০ জন সম্প্রতি দিল্লির নিজামুদ্দিনের তাবলিগ জামাতের মারকাজের কর্মসূচিতে অংশ নিয়েছিলেন।

অন্য রাজ্যগুলোরে মধ্যে কর্ণাটকে ১০১, উত্তর প্রদেশে ১০১, রাজস্থানে ৯৩, তেলেঙ্গানায় ৯২, গুজরাটে ৭৪, মধ্য প্রদেশে ৬৬, জম্মু-কাশ্মীরে ৫৫, হরিয়ানায় ৪৩, পাঞ্জাবে ৪১, অন্ধ্র প্রদেশে ৪০, পশ্চিমবঙ্গে ২৭, বিহারে ২১, চন্ডীগড়ে ১৩, লাদাখে ১৩, আন্দামান-নিকোবারে ১০, ছত্তিশগড়ে ৮, উত্তরাখণ্ডে ৭, গোয়ায় ৫, হিমাচল প্রদেশে ৩, উড়িষ্যায় ৩। এছাড়া অসম, ঝাড়খণ্ড, মণিপুর, মিজোরাম এবং পুদুচেরিতেও কয়েকজন করোনা আক্রান্ত হয়েছে।

ওডি

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড