• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

করোনার ধাক্কা কাটিয়ে এবার লাভবান চীন

  অর্থ-বাণিজ্য ডেস্ক

৩০ মার্চ ২০২০, ১২:৩০
লাভবান চীন
করোনার ধাক্কা কাটিয়ে এবার লাভবান চীন (ছবি : সংগৃহীত)

করোনা ভাইরাস প্রথম দেখা দিয়েছিল চীনে। সেখানে তা ভয়াবহ আকার ধারণ করে ছড়িয়ে পরে সারা বিশ্বে। তবে মরণ ভাইরাস করোনা ছড়িয়ে পড়ে ইতালি, স্পেনের মতো দেশে চিনের থেকেও ভয়ঙ্কর রূপ ধারণ করেছে।

তবে চীন পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণ করে ফেলেছে। প্রথম আক্রান্ত হওয়া সেই চীনই এখন ধাক্কা সামলে করোনার চিকিৎসার জন্য প্রয়োজনীয় উপকরণ বেচে বিশ্বের অন্যান্য দেশগুলোর থেকে বিপুল অর্থ আয় করছে। তবে চিন যে সরঞ্জাম সরবরাহ করছে, তার মান নিয়ে ইতিমধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে।

ইতালি, স্পেন, ফ্রান্সের মতো যে দেশগুলি করোনার ধাক্কায় বিপর্যস্ত, তাদেরকেই মূলত চিকিৎসা সরঞ্জাম সরবরাহ করতে শুরু করেছে চিন৷ একে সাহায্য বলে দাবি করলেও আদতে চিকিৎসা উপকরণের বিনিময়ে মোটা অর্থের লেনদেন করছে চীন। পাশপাশি আমেরিকা নিজে যখন করোনা নিয়ে বিপর্যস্ত, সেই সময়ে মার্কিন যুক্তরাষ্ট্রের বন্ধু দেশগুলোকে চিকিৎসা উপকরণ পাঠিয়ে কূটনৈতিক সমীকরণেও এগিয়ে থাকতে চাইছে চীন।

যেমন করোনায় বিধ্বস্ত স্পেনকে ৩৪৫৬ কোটি টাকার মেডিক্যাল সরঞ্জাম পাঠিয়েছে চীন। যদিও সেই সরঞ্জামের মধ্যে থাকা অনেক কিছুই নিম্নমানের বলে অভিযোগ উঠেছে।

গোটা বিশ্ব করোনার সংক্রমণ ছড়িয়ে পড়ার জন্য চিনকেই কাঠগড়ায় তোলা হচ্ছে৷ কিন্তু বিশ্ব মহামারির এই সময়টাও কাজে লাগাতে চায় চীন। নিজেদের বিরুদ্ধে ওঠা অভিযোগ ঝেরে ফেলতে করোনা আক্রান্ত দেশগুলিতে চিকিৎসা সরঞ্জাম এবং চিকিৎসকদের পাঠাচ্ছে বেইজিং। এতে তাদের ভাবমূর্তি যেমন উজ্জ্বল হচ্ছে, সেরকমই দানের নামে চিকিৎসা উপকরণ পাঠিয়ে বিভিন্ন দেশের থেকে মোটা টাকা আয়ও করছে চীন সরকার।

স্পেনের স্বাস্থ্যমন্ত্রী স্যালভাডর ইলা নিজে জানিয়েছেন, চীন থেকে তারা ৯৫০টি ভেন্টিলেটর, ৫৫ লক্ষ টেস্টিং কিট, ১.১ কোটি গ্লাভস এবং ৫০ কোটি মুখের মাস্ক কিনেছেন। কিন্তু ইতিমধ্যে গুণমান খারাপ বলে অভিযোগ তুলে স্পেন ৯ হাজার টেস্টিং কিট চিনকে ফেরত পাঠিয়ে দিয়েছে। পরে চিন স্বীকার করে নেয়, যে সংস্থার থেকে তারা এই কিট কিনেছিল, তাদের করোনা টেস্টিং কিট তৈরির অনুমোদনই ছিল না।

স্পেনের পাশাপাশি ইতালিতেও জাহাজে করে বিপুল পরিমাণ চিকিৎসা সরঞ্জাম পাঠিয়েছে চীন। পাশাপাশি সফলভাবে লকডাউন কার্যকর করতে চিনের পরামর্শ নিয়েছে ইতালি৷ চীন সরকার জানিয়ে দিয়েছে, করোনা আক্রান্ত বিশ্বের ৮২টি দেশকে সহযোগিতা করবে তারা। ফলে করোনার চিকিৎসা সরঞ্জাম বেচেই চিনের বিপুল টাকা আয় হবে বলে দাবি করছেন বিশেষজ্ঞরা। সূত্র: নিউজ ১৮।

ওডি

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড