• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৪ °সে
  • বেটা ভার্সন
sonargao

করোনায় প্রাণ গেল ১৬ বছরের সুস্থ্য তরুণীর

  আন্তর্জাতিক ডেস্ক

২৭ মার্চ ২০২০, ১৫:৪৬
করোনা আক্রান্ত রোগীকে চিকিৎসা দেওয়া হচ্ছে
করোনা আক্রান্ত রোগীকে চিকিৎসা দেওয়া হচ্ছে (ছবি : ফাইল ছবি)

বিশ্বজুড়ে করোনায় মৃত্যু মিছিল অব্যাহত। ইতালির পর ফ্রান্সে প্রতিদিনই বাড়ছে মৃতর সংখ্যা। দেশটিতে গত ২৪ ঘণ্টায় ৩৬৫ জনের মৃত্যু হয়েছে ফ্রান্সে।

বুধবার (২৫ মার্চ) যেখানে মৃতের সংখ্যা ছিল ২৩১। দেশটিতে বর্তমানে আক্রান্তের সংখ্যা ৩১ হাজার পেরিয়েছে। ইতালি এবং চীনের পরে করোনা-ত্রাস নিয়ে বিশ্বের নজর এখন এই দেশে।

গতকাল বৃহস্পতিবার দেশটিতে ১৬ বছর বয়সী এক তরুণী করোনায় আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন। মৃত ওই তরুণীর নাম জুলিয়া। তিনি প্যারিসে বসবাস করতেন। দেশটিতে জুলিয়াই করোনা আক্রান্ত হয়ে প্রাণ হারানো সবচেয়ে কম বয়সী মানুষ।

এক সপ্তাহ আগে জুলিয়ার হালকা কাশি শুরু হয়। পরে গত শনিবার তার শ্বাস-প্রশ্বাস নিতে সমস্যা হয়। এরপর তাকে হাসপাতালে নেওয়া হলে টেস্টে ধরা পড়ে করোনা। চিকিৎসা নেওয়ার সময় তার অবস্থা আরো খারাপ হতে থাকে।

বৃহস্পতিবারই জুলিয়া মারা যান। দেশটির স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন, করোনায় আক্রান্ত হয়ে এতো কম বয়সী মানুষ এই প্রথম প্রাণ হারালেন ফ্রান্সে।

আরও পড়ুন : যুক্তরাজ্যে প্রতি ১৩ মিনিটে মারা যাচ্ছে একজন করোনা রোগী

করোনা ঠেকাতে চলতি মাসের ১৭ তারিখ থেকে লকডাউনে রয়েছে ফ্রান্স। কিন্তু দেশটিতে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছেই। ফ্রান্সে মোট আক্রান্ত হয়েছেন ২৯ হাজার একশ ৫৫ জন। এই ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন এক হাজার ছয়শ ৯৬ জন। আর চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন চার হাজার নয়শ ৪৮ জন।

ওডি

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড