• রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

যুক্তরাজ্যে প্রতি ১৩ মিনিটে মারা যাচ্ছে একজন করোনা রোগী

  অধিকার ডেস্ক

২৭ মার্চ ২০২০, ১৪:৩৯
করোনা আক্রান্ত রোগীদের হাসপাতালে নেওয়া হচ্ছে
করোনা আক্রান্ত রোগীদের হাসপাতালে নেওয়া হচ্ছে (ছবি : সংগৃহীত)

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনা ভাইরাসের আক্রমণে মৃত্যুর মিছিল যেন থামছেই না। এ পর্যন্ত প্রাণঘাতী এই ভাইরাস বিভিন্ন দেশে ২৪ হাজার ৭৩ জনের প্রাণ কেড়ে নিয়েছে। চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১ লাখ ২৩ হাজার ৯৪২ জন।

এদিকে করোনা ভাইরাসের থাবায় বিপর্যস্ত যুক্তরাজ্য জানল ভয়ংকর তথ্য। দেশটিতে প্রতি ১৩ মিনিটে একজন করোনাভাইরাসে আক্রান্ত রোগীর মৃত্যু হচ্ছে বলে জানা গেছে। প্রথমবারের মতো মৃতের সংখ্যা ১০০ পার হওয়ার পর এমন তথ্য সামনে এলো। খবর দ্য মিররের।

বৃহস্পতিবার (২৬ মার্চ) যুক্তরাজ্য সরকার জানায়, বিগত ২৪ ঘণ্টায় দেশটিতে ১৩৩ জন করোনা আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে।

চলতি বছরের জানুয়ারি মাসে যুক্তরাজ্যে প্রথম করোনা রোগী শনাক্ত হওয়ার পর দেশটিতে এখন পর্যন্ত ৫৭৮ জনের মৃত্যু হলো। আর কভিড-19 নামের ভাইরাসে আক্রান্ত হয়েছে সাড়ে ১১ হাজারের বেশি মানুষ।

ব্রিটেনের কর্তৃপক্ষ জানিয়েছে, দেশটিতে এনএইচএস হাসপাতালগুলোর চার হাজার ৩০০ বিছানার সবগুলোই এখন করোনা রোগীতে ভরা। আর সেখানকার ডাক্তার, নার্স ও অন্যান্য মেডিকেল কর্মীরা দিনরাত ২৪ ঘণ্টা কাজ করে যাচ্ছে।

এদিকে যুক্তরাজ্যজুড়ে লকডাউন অমান্যকারী মোটরচালকদের ধরতে রাস্তায় প্রতিবন্ধক দেয়া হয়েছে। এছাড়া চালকরা প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হলে তাদের জরিমানা করছে পুলিশ।

ওডি

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড