• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

করোনা কেড়ে নিল আরেক ফুটবলারের প্রাণ

  আন্তর্জাতিক ডেস্ক

২৭ মার্চ ২০২০, ১১:৩৬
সোমালিয়ার কিংবদন্তি ফুটবলার আবদুলকাদির মোহাম্মদ ফারাহ
সোমালিয়ার কিংবদন্তি ফুটবলার আবদুলকাদির মোহাম্মদ ফারাহ (ছবি : সংগৃহীত)

মেসি-রোনালদোর চেয়ে কম জনপ্রিয়তা ছিল না নিজের দেশ সোমালিয়ায়। প্রতিপক্ষের রক্ষণভাগ তছনছ করে দিতেন নিমেষে। সোমালিয়ার কিংবদন্তি ফুটবলার আবদুলকাদির মোহাম্মদ ফারাহ এবার করোনা ভাইরাসের আক্রান্ত হয়ে মারা গেলেন।

তাঁর মৃত্যুর খবরটি সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে জানিয়েছেন সোমালিয়ার ফুটবল ফেডারেশনের সভাপতি আবদিকানি সাইদ আরব।

জানা গেছে, গত সপ্তাহে কিংবদন্তি এই ফুটবলারের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি ধরা পড়ে। এর পর থেকে ইংল্যান্ডের নর্থওয়েস্ট লন্ডন হাসপাতালে ভর্তি ছিলেন ফারাহ। দুই দিন আগে হাসপাতালেই শেষ নিশ্বাস ত্যাগ করেন সোমালিয়ার এই কিংবদন্তি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৯ বছর। গত চার বছর ধরে সোমালিয়ার যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে কাজ করছিলেন ফারাহ।

১৯৬১ সালের ১৫ ফেব্রুয়ারি সোমালিয়ার বেলেদুন শহরে জন্মগ্রহণ করেন ফারাহ। ১৯৭৬ সালে জাতীয় স্কুল ফুটবল টুর্নামেন্ট দিয়ে নিজেকে চেনানো শুরু করেন। সেখান থেকে আশির দশকের শেষ পর্যন্ত বাতরুলকা ফুটবল ক্লাবে খেলে গেছেন ফারাহ।

করোনা ভাইরাসে মৃত্যুর সংখ্যা এ মুহূর্তে একুশ হাজার ছাড়িয়েছে। ফুটবল জগতও এর থাবা থেকে রক্ষা পায়নি।

কিছুদিন আগে স্পেনের মালাগা অঞ্চলের অ্যাটলেটিকো পোরতাদা আলতার জুনিয়র দলের কোচ ফ্রান্সিসকো গার্সিয়া মাত্র ২১ বছর বয়সে মারা যান করোনা ভাইরাসে। রিয়াল মাদ্রিদের বর্ষীয়ান সাবেক সভাপতি লরেঞ্জো সাঞ্জও মৃত্যুবরণ করেছেন এই করোনার কারণেই।

ওডি

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড