• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

এবার মার্কিন যুদ্ধজাহাজে করোনার থাবা

  আন্তর্জাতিক ডেস্ক

২৭ মার্চ ২০২০, ০৮:৫৪
ইউএসএস থিওডোর রুজভেল্ট
মার্কিন রণতরী ইউএসএস থিওডোর রুজভেল্ট (ছবি : সংগৃহীত)

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনা ভাইরাস পাল্লা দিয়ে আক্রান্ত করছে মানুষকে। শুধু যুক্তরাষ্ট্রেই এখন মোট আক্রান্তের সংখ্যা ৮৩ হাজার ১১৩ জন, যা গোটা বিশ্বের মধ্যেই সর্বোচ্চ। গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন রোগী শনাক্ত হয়েছেন প্রায় ১৫ হাজার।

এদিকে মার্কিন রণতরী ইউএসএস থিওডোর রুজভেল্টের হানা দিয়েছে করোনা ভাইরাস। জাহাজের নাবিকদের মধ্যে কমপক্ষে ২৩ জন করোনোভাইরাসে আক্রান্ত হয়েছেন। ফলে মার্কিন রণতরীটি গুয়াম বন্দরে নোঙর করতে বাধ্য হয়েছে।

রণতরীটির ৫০০০ জনের করোনোভাইরাসের (কোভিড-১৯) পরীক্ষা করা হয়েছে।

নৌবাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, মঙ্গলবার তিন নাবিকের করোনোভাইরাসের (কোভিড-১৯) পরীক্ষার পর ফলাফল পজিটিভ হয়েছে। বুধবারের মধ্যে এই সংখ্যা লাফিয়ে আট জনে পৌঁছেছে।

তারা জানান, আক্রান্তদের মধ্যে অর্ধেককে গামের একটি সামরিক চিকিত্সা কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে। বৃহস্পতিবারের মধ্যে সংক্রামিতের সংখ্যা প্রায় দুই ডজন বা ২৪ জন হয়ে গেছে।সকল নাবিককে পরীক্ষা করার জন্য জাহাজটিকে ডকে রাখার অনুরোধ জানানো হয়েছ।

নৌবাহিনীর সেক্রেটারি টমাস মোডলি বৃহস্পতিবার পেন্টাগন থেকে বলেছেন, জাহাজটিতে আরো বেশ কয়েকজনের দেহে করোনোভাইরাসের সংক্রমণ ঘটেছে।

তিনি বলেছেন, আমরা এখন জাহাজের ক্রুদের শতভাগ পরীক্ষা করার প্রক্রিয়া সম্পন্ন করছি। সূত্র : ডেইলি মেইল

ওডি

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড