• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

দুইদিন নয়, এবার মাত্র আড়াই ঘণ্টায় হবে করোনা পরীক্ষা

  স্বাস্থ্য ডেস্ক

২৬ মার্চ ২০২০, ২১:১৪
করনাভাইরাস
দুইদিন নয়, মাত্র আড়াই ঘণ্টায় হবে করোনা পরীক্ষা

জার্মান টেক কোম্পানি বোশ ঘোষণা করেছে যে, তারা দ্রুত করোনাভাইরাস পরীক্ষায় একটি পদ্ধতি উদ্ভাবন করেছে। এতে দুইদিনের পরিবর্তে মাত্র আড়াই ঘণ্টায় করোনাভাইরাস পরীক্ষা করা যাবে।

জার্মানভিত্তিক একটি গণমাধ্যম আইঅ্যামএক্সপ্যাট এ খবর প্রকাশ করে।

বৃহস্পতিবার (২৬ মার্চ) স্টুটগার্টে এক সংবাদ সম্মেলনে বোশ ঘোষণা দেয়, মাত্র ৬ সপ্তাহের চেষ্টায় তারা এই পদ্ধতি উদ্ভাবনে সক্ষম হয়েছে। এতে সম্পূর্ণ স্বয়ংক্রিয় পদ্ধতিতে মাত্র আড়াই ঘণ্টায় বা তারও কম সময়ে করোনাভাইরাস পরীক্ষা করা যাবে।

এই পরীক্ষা পদ্ধতি বিশ্ব স্বাস্থ্য সংস্থার শর্ত পূরণে সক্ষম। এতে ৯৫ ভাগ নিশ্চিত হওয়া যাবে করোনাভাইরাস আছে কি নেই। একটি কার্টিজের মাধ্যমে রোগীর গলা অথবা নাক থেকে নমুনা সংগ্রহ করে যন্ত্রের মাধ্যমে বিশ্লেষণ করে এর ফলাফল পাওয়া যায়।

বোশ প্রধান ভোকমার ডেনার বলেন, মহামারি করোনা প্রতিরোধে আমরা কিছু করতে চাই। এই পদ্ধতিতে দ্রুত রোগী শনাক্ত করা যাবে। এর ফলে দ্রুত চিকিৎসাও দেওয়া সম্ভব।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড