• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

২০০ কোটি মানুষ গৃহবন্দি

  আন্তর্জাতিক ডেস্ক

২৬ মার্চ ২০২০, ১৫:১৯
করোনা ভাইরাস
করোনা ভাইরাস (ছবি : সংগৃহীত)

বিশ্বব্যাপী মহামারীর রূপ নেওয়া করোনা ভাইরাসের কারণে গৃহবন্দি হয়ে পড়েছেন ২০০ কোটিরও বেশি মানুষ। এর সিংহভাগই অবশ্য ভারতের। লকডাউন রয়েছে গোটা ভারত। এক ভারতেই ঘরবন্দি প্রায় ১৩০ কোটি মানুষ।

এ ছাড়া এশিয়া-ইউরোপ ও আমেরিকার বহু দেশ ও শহরের মানুষ গৃহবন্দি। বিশেষজ্ঞরা বলছেন, বিশ্বে গৃহবন্দি প্রায় ২০০ কোটিরও বেশি মানুষ। লকডাউন পরিস্থিতিতে বিশ্বের অধিকাংশ দেশ।

বিশ্বজুড়ে করোনায় আক্রান্তের সংখ্যা সাড়ে ৪ লক্ষ ছাড়িয়ে গিয়েছে। বৃহস্পতিবার ভোর পর্যন্ত করোনা সংক্রমণের শিকার ৪ লক্ষ ৬৭ হাজার ৩৯৩ জন। এ পর্যন্ত সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছেন ১ লক্ষ ১৩ হাজার ৮০৮ জন।

গত ২৪ ঘণ্টায় গোটা বিশ্বে করোনায় মৃত্যু হয়েছে ২,২৭৪ জনের। মৃত্যু বেড়ে হয়েছে ২১ হাজার ১৭৪।

ধারাবাহিকতা বজায় রেখে গত ২৪ ঘণ্টায় ইতালিতেই সব চেয়ে বেশি ৬৮৩ জনের মৃত্যু হয়েছে। সবমিলিয়ে ইউরোপের এই দেশটিতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৭৫০৩। মৃত্যুতে খুব পেছনে নেই স্পেন। গত ২৪ ঘণ্টায় স্পেনে করোনা কেড়েছে ৬৫৬ জনের প্রাণ।

চীনকে ছাপিয়ে করোনায় মৃত্যুতে দ্বিতীয় স্থানে উঠে এসেছে ইউরোপের এই দেশটি। স্পেনে সবমিলিয়ে মৃত্য বেড়ে হয়েছে ৩,৬৪৭। তিনে থাকা চিনে এখনও পর্যন্ত এই ভাইরাস সংক্রমণে ৩২৮১জন মারা গিয়েছেন। ১০০০ ছুঁইছুঁই আমেরিকা। মৃতের সংখ্যা ৯২৮। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় মারা গিয়েছে ১৪৮ জন।

মধ্যপ্রাচের দেশ ইরানে করোনায় মৃত্যু ২০০০ ছাপিয়ে এখন ২০৭৭। ফ্রান্সে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ২৩১ জনের। সবমিলিয়ে মারা গিয়েছেন ১৩৩১জন। কাতার, সিঙ্গাপুর ও দক্ষিণ আফ্রিকায় এখনও পর্যন্ত মৃত্যুর খবর নেই। যদিও তারা করোনা মুক্ত নেই। উল্লিখিত তিন দেশেই করোনা আক্রান্ত রোগী ধরা পড়েছে। রাশিয়ায় গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ২ জনের।

আরও পড়ুন : ক্লিনিকে করোনার থাবা, ৮০০ ডাক্তার কোয়ারেন্টিনে

ব্রিটেনে নতুন করে ৪৩ জনের মৃত্যুর খবর মিলেছে। জাপানে গত ২৪ ঘণ্টায় আরও ২টি মৃত্যু বেড়ে সংখ্যাটা পৌঁছেছে ৪৫-এ। পাকিস্তানে সবমিলিয়ে মারা গিয়েছেন ৮ জন। এ তথ্য জানিয়েছে করোনাভাইরাস নিয়ে লাইভ আপডেট দেয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডমিটার।

ওডি

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড